‘পিকে’র সিক‍্যুয়েল আসছে! ৭ বছর পর বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন রণবীর-আমির

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ফিরছে এক ছবিতে দুই নায়কের জমানা। সেই সঙ্গে ফিরছে আমির খান (aamir khan) ও রণবীর কাপুরের (ranbir kapoor) জুটি। টিনসেল টাউনে কান পাতলেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এর আগে একটি ছবিতেই একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁদের। সেটি ছিল ‘পিকে’। তবে সেখানে মুখ‍্য চরিত্রে ছিলেন আমিরই। একেবারে শেষ দৃশ‍্যে কয়েক সেকেন্ডের জন‍্য গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়েছিলেন রণবীর।

ওটুকুতে কি আর মন ভরে রণবীর ভক্তদের? তাই নতুন করে দুজনের জুটি বাঁধার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। ঠিক কী খবর মিলেছে? বলিউড সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, আমির ও রণবীর দুজনেরই একটি চিত্রনাট‍্য বেশ মনে ধরেছে। দুজনেই সম্মতি দিয়েছেন ইতিমধ‍্যেই। সাত বছর আগে হয়েছিল পিকে। তার পর থেকেই দুজনের একসঙ্গে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে।

Aamir Khan and Ranbir Kapoor to star together in a film Read DEETS 1280x720 1
রণবীরের অভিনয়ের প্রশংসা চিরদিনই করে এসেছেন আমির। ছবির প্রযোজনার দায়িত্ব
তিনি নিজের কাঁধেই নেবেন বলে শোনা যাচ্ছে। সম্ভবত ২০২২ এর শেষের দিকে ছবির শুটিং শুরু হতে পারে। বাকি ছবির নাম, অন‍্যান‍্য অভিনেতা অভিনেত্রী কিছুই এখনো জানা যায়নি। জুটিকে একসঙ্গে বড়পর্দায় দেখার জন‍্য এখন থেকে অপেক্ষা শুরু অনুরাগীদের।

প্রসঙ্গত, আমির আপাতত তাঁর আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র মুক্তির জন‍্য অপেক্ষা করছেন। কয়েক বছর আগেই এই ছবির শুটিং শুরু হওয়ার খবর মিলেছিল। তবে করোনা পরিস্থিতি, অন‍্য ছবির সঙ্গে সংঘর্ষ সব মিলিয়ে মুক্তির তারিখ পিছিয়েই চলেছে। প্রথমে ঠিক হয়েছিল চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে আমিরের ছবি। কিন্তু এখন শোনা যাচ্ছে, আগামী বছরের শুরুর দিকে মুক্তির আলো দেখতে পারে লাল সিং চাড্ডা। রণবীর কাপুরও অপেক্ষায় রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’এর মুক্তির। এছাড়াও শামশেরা ছবিতে দেখা যাবে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর