‘লোকসভা আকর্ষণীয় জায়গা’, নুসরত-মিমি সহ মহিলা পরিবেষ্টিত হয়ে ছবি তুলে সমালোচনার মুখে শশী থারুর

বাংলাহান্ট ডেস্ক: নুসরত জাহান (nusrat jahan), মিমি চক্রবর্তী (mimi chakraborty) সহ অন‍্য মহিলা সাংসদদের সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর (shashi tharoor)। লোকসভাকে কাজ করার জন‍্য ‘আকর্ষণীয়’ জায়গা বলে মন্তব‍্য করে আরো সমালোচনার মুখে পড়েছেন তিনি। কংগ্রেস সাংসদকে ‘সেক্সিস্ট’ বলে কটাক্ষ শানিয়েছেন নেটনাগরিকদের একাংশ।

সোমবার থেকে লোকসভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এদিন সংসদ থেকে ছয় জন মহিলা সাংসদের মাঝে কার্যত মধ‍্যমণি হয়ে লেন্সবন্দি হন শশী থারুর। গ্রুপ সেলফিটি তুলেছেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তার পেছনেই লাল শাড়ি সোনালি ব্লাউজে দেখা মিলল বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের।

16db7 image
ছিলেন কংগ্রেস সাংসদ তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রিনীত কৌর, এনসিপি ও কংগ্রেস সাংসদ জ্যোতিমান সেন্নিমালাই এবং থামিঝাচি থাঙ্গাপান্ডিয়ান। ছয় জন মহিলা সাংসদ পরিবেষ্টিত হয়ে হাসি মুখে ক‍্যামেরার লেন্সের দিকে তাকিয়ে শশী থারুর। ক‍্যাপশনে তিনি লেখেন, ‘কে বলে লোকসভা কাজ করার জন‍্য আকর্ষণীয় জায়গা নয়? আজ সকালে আমার ছয় সহ সাংসদদের সঙ্গে।’

যত গণ্ডগোল এই ক‍্যাপশন নিয়েই। মহিলাদের জন‍্য শশীর এমন পোস্ট সম্মানহানিকর বলে অভিযোগ করেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ। সাংবাদিক বিদ‍্যা কৃষ্ণন লিখেছেন, ‘লোকসভায় মহিলারা সাজিয়ে রাখার বস্তু নন যে তারা আপনার কর্মক্ষেত্রকে ‘আকর্ষণীয়’ করে তুলবেন। তারা সাংসদ এবং আপনি তাদের সম্মানহানি করছেন।’

তবে উত্তরে সাফাই দিয়ে ক্ষমাও প্রার্থনা করেছেন শশী থারুর। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টাই মজাচ্ছলে করা হয়েছে। মহিলা সাংসদরাই তাঁকে অনুরোধ করেছিলেন, এমন ভাবে টুইট করতে। কিছু মানুষ এতে ক্ষুব্ধ হয়েছেন তার জন‍্য তিনি দুঃখিত। তবে মহিলা সাংসদদের তরফে এই পোস্টের কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর