রণবীর সিংয়ের পোশাক পরে নিয়েছেন? অদ্ভূত ফ‍্যাশন সেন্সের জন‍্য ট্রোলড দীপিকা পাডুকোন

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘ক্লাসি’ অভিনেত্রী দীপিকা পাডুকোন (deepika padukone)। কী অভিনয় বলুন, কী ফ‍্যাশন, দীপিকার স্টাইলের প্রশংসা সবেতেই। এমনকি বিদেশের মাটিতেও নিজের ফ‍্যাশন স্টেটমেন্ট দিয়ে সকলকে মুগ্ধ করে এসেছেন তিনি। কিন্তু স্বামী রণবীর সিং (ranveer singh) স্ত্রীর একেবারেই উলটো। অদ্ভুত পোশাক আশাকের জন‍্য প্রায়ই ট্রোল হন তিনি। কিন্তু এবার হল উলট পুরাণ। ফ‍্যাশন সেন্সের জন‍্য ট্রোলড হলেন দীপিকা!

সোমবার একটি ব‍্যক্তিগত বিমানবন্দরে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অভিনেত্রী। একটি বড়সড় ঢিলেঢালা প্রিন্টেড ডেনিম জ‍্যাকেট ও তেমনি ঢিলেঢালা জিন্সের প‍্যান্টে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নজর আটকায় দীপিকার পায়ে। সাদা মোজার সঙ্গে কালো হিল জুতো পরতে দেখা গিয়েছে তাঁকে।

deepika ranveer pc reception pti
দীপিকার এয়ারপোর্ট লুকের ছবি ভাইরাল হতেই অবাক নেটিজেনরা। রণবীরের ছোঁয়া লেগে গেল নাকি তাঁর? প্রশ্ন নেটনাগরিকদের। একজন প্রশ্ন করলেন, রণবীরের পোশাক পরে নিয়েছেন নাকি তিনি? আরেক জন লিখলেন, ‘ওই জুতোর সঙ্গে মোজা পরে খুব অদ্ভূত দেখতে লাগছে। দীপিকা নতুন স্টাইলিস্টের প্রয়োজন। আসলে স্বামী স্ত্রী দুজনেরই প্রয়োজন।’

https://www.instagram.com/p/CW24vNpghHw/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শেষবার ‘ছপাক’ ছবিতে দেখা গিয়েছিল দীপিকাকে। আগামীতে ‘৮৩’ ছবিতে দেখা মিলবে তাঁর। ছবিতে কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় দেখা যাবে তাঁকে। বিয়ের পর এই প্রথম কোনো ছবিতে জুটি বাঁধলেন রণবীর দীপিকা। মঙ্গলবার ট্রেলারে দেখা মিলেছে দীপিকারও। আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ৮৩। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি।

পরপর বেশ কয়েকটি ছবি রয়েছে দীপিকার ঝুলিতে। কয়েক মাস আগেই পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটিং সেরেছেন দীপিকা। এছাড়া আগামীতে শাহরুখের ‘পাঠান’, হৃতিক রোশনের ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর