মহিলাদের সম্মান করার এই নমুনা! লাথি মেরে আলিয়ার লেহেঙ্গা সরানোর ভিডিও ভাইরাল হতেই ট্রোলড রণবীর

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রির ‘প্লে বয়’ বলতে যে নামটা সর্বাগ্রে মাথায় আসবে তা নিঃসন্দেহে রণবীর কাপুর (ranbir kapoor)। নিজের ‘চকলেট বয়’ লুক দিয়ে বহু রমণীর মাথা ঘুরিয়ে দিয়েছেন তিনি। তাঁর জালে ধরা দিয়েছেন দীপিকা পাডুকোন, ক‍্যাটরিনা কাইফের মতো সুন্দরীরা। কিন্তু সকলকে ঘোল খাইয়ে এখন আলিয়া ভাটের (alia bhatt) সঙ্গে খুল্লমখুল্লা প্রেম করছেন রণবীর।

তাঁদের বিয়ের গুঞ্জনে ছয়লাপ সিনেমহল। অনেকেই বলছেন, আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্কটা যে টিকে যাবে তা তারা ভাবতেই পারেননি। আলিয়ার ছোঁয়াতেই রণবীর বদলে গিয়েছেন বলেও মত প্রকাশ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ। কিন্তু ওই যে কথায় বলে, যার নয় তে না হয়, তার নব্বইতেও হয় না। রণবীরেরও তেমনটাই দশা।

ranbir alia
কোনোদিনই শোধরাবেন না তিনি। এমনি বক্তব‍্য নেটিজেনদের একটা বড় অংশের। সবটাই ঘটেছে একটি ভাইরাল ভিডিওর দৌলতে। ভিডিওটি দিওয়ালির দিনের। মুম্বইতে এক কালীপুজোর মণ্ডপে পাপারাৎজির লেন্সবন্দি হন রণবীর আলিয়া। তাঁদের সঙ্গে যোগ দেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখার্জিও।

https://youtu.be/aLdp20bA7wQ

এদিন রঙ মিলান্তি পোশাকে সেজে উঠেছিল ‘রণলিয়া’ জুটি। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যায়, মণ্ডপে একটি উঁচু মঞ্চ থেকে নামার সময় আলিয়ার লেহেঙ্গা পা দিয়ে লাথি মেরে সরিয়ে দেন রণবীর। কালী প্রতিমার সামনে পাপারাৎজির জন‍্য পোজ দেওয়ার সময়েও প্রেমিকাকে কথা শোনাতে দেখা যায় তাঁকে।

IMG 20211130 181257
ভিডিওটি ভাইরাল হতেই ফুঁসে উঠেছে নেটিজেনরা। একজন লিখেছেন, ‘রণবীরের মুখ দেখেই মনে হয় যে তিনি মহিলাদের সম্মান করতে পারেন না।’ আরেকজনের কটাক্ষ, আলিয়া এমন করছেন যেন বড় দাঁও মেরে নিয়েছেন। অথচ রণবীরের হাবভাব এমন যেন আলিয়ার মতো কত সুন্দরী তাঁর আশেপাশে ঘু্রঘুর করে। আরেকজন লিখেছেন, দীপিকা ক‍্যাটরিনা বেঁচে গিয়েছেন।

IMG 20211130 181314
শোনা যায়, ২০১৭ থেকে ডেটিং শুরু করেছেন রণবীর আলিয়া। তবে ২০১৯ এ এসে সম্পর্কটা আনুষ্ঠানিক করেন ‘রণলিয়া’ জুটি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, চলতি বছরের শেষে ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার কথা তাঁদের। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেননি কেউই।

Niranjana Nag

সম্পর্কিত খবর