মুম্বাই পৌঁছে ‘জয় মারাঠা’ স্লোগান, সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিয়ে উদ্ধবের আরোগ্য কামনা মমতার

বাংলাহান্ট ডেস্কঃ মঙ্গলবার বিকেলে মায়ানগরীতে পা রাখেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। আর মুম্বাই পৌঁছিয়েই মহারাষ্ট্রের (maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দ্রুত আরোগ্য কামনায় ‘জয় মারাঠা’ বলে পুজো দিলেন মহারাষ্ট্রের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে (siddhivinayak temple)।

মুম্বাইয়েই আবার তাঁর সঙ্গে এনসিপি নেতা শরদ পাওয়ারের বৈঠক রয়েছে বুধবার অর্থাৎ আজই। যাবেন শিল্পপতিদের সম্মেলনে, বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করার পাশাপাশি জাভেদ আখতারের নেতৃত্বে দেখা করবেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গেও।

1638274716 mamata

আগেও বহুবার মুম্বাই গেলেও সিদ্ধিবিনায়ক মন্দিরে যাওয়া হয়নি বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবারের মুম্বাই সফরে প্রথমে গিয়েই তিনি সিদ্ধিবিনায়ক মন্দিরে গেলেন। সমস্ত নিয়ম মেনেই, ফুলে ফলে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর আগমনের জন্য আগে থাকতেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা মন্দির চত্ত্বর।

সেখানে পুজো দেওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দ্রুত আরোগ্য কামনাও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ‘জয় হিন্দুস্তান’, ‘জয় বাংলা’র ভঙ্গিতেই মুম্বইবাসীর উদ্দেশে তাঁর মুখে শোনা গেল ‘জয় মারাঠা’ শ্লোগানও।

dolon

গোয়া, দিল্লী ঘুরে এবার মুম্বাই সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য দিল্লীর মসনদ জয়। কিন্তু তিনি সেখানে গেলেও বর্তমান সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ভর্তি রয়েছেন হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকলেও অস্ত্রোপচার হওয়ার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন উদ্ধব ঠাকরে। তবে এদিন হোটেলে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বৈঠক করেন আদিত্য ঠাকরে ও শিব সেনা নেতা সঞ্জয় রাউত।

Smita Hari

সম্পর্কিত খবর