বাংলা হান্ট ডেস্কঃ ২০০৭ সালে ঠিক যে আদলে পুলিশকে নিয়ে নন্দীগ্রামে (nandigram) সন্ত্রাস চালিয়েছিল সিপিএম, এবার ঠিক সেই ভঙ্গিতেই নন্দীগ্রামের মানুষকে আন্দোলনে সামিল হওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাম আমলে মানুষ যেভাবে সন্ত্রাসের বিরোধীতা করেছিল, এবারে পুলিশ ও তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধেও নন্দীগ্রামবাসীকে মাঠে নামার আহ্বান করলেন শুভেন্দু অধিকারী।
সেইসঙ্গে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাঁদের যেভাবে মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে, সেসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গ্রামে গ্রামে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করার আহ্বান করেন শুভেন্দু অধিকারী। আগামী ১৫ ই ডিসেম্বরই ‘নন্দীগ্রাম চলো’ আন্দোলনের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘নন্দীগ্রামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের পুলিশ। আগুন নিয়ে খেলা করবেন না, সবই দেখছি আমরা। পুলিশ যেভাবে তৃণমূলের কথায় অত্যাচার চালাচ্ছে, সেসব হিসেব আমরা বুঝে নেব। পুলিশের সন্ত্রাসের হাত থেকে বাঁচাতে পুলিশি সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করা হবে’।
শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘এই আন্দোলন কোনরকম জঙ্গি আন্দোলন নয়, গণতান্ত্রিক ভাবেই আন্দোলনের মাধ্যমে সঠিক পথ খুঁজে বের করে নেবে নন্দীগ্রাম। এখানে হেরে যাওয়ার পরই প্রতিহিংসার রাজনীতি করছেন মুখ্যন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’।
এসবের পাশাপাশি বিধানসভা নির্বাচনের পর থেকে নন্দীগ্রামের বিজেপি কর্মীদের যেভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, তার পরিসংখ্যানের পাশাপাশি পুলিশের উপর সন্ত্রাসের বিরুদ্ধেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে আগামী ১৫ ই ডিসেম্বরই ‘নন্দীগ্রাম চলো’ আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী।