করোনার পর স্কুল খুলতেই শুরু বেল্লাপনা, সিগারেট থেকে শুরু করে ক্লাসেই চুমাচুমি! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ করোনা আবহে প্রায় দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় পর আবারও খুলে গিয়ে স্কুল (school) কলেজের দরজা। আর স্কুল খুলতে না খুলতেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হল কিছু আপত্তিকর ভিডিও। যেখানে দেখা গিয়েছে স্কুলেরই পোশাক পরিহিত কিছু ছেলেমেয়েকে।

করোনা আবহ কাটিয়ে উঠে আবারও খুলে গিয়েছে স্কুল কলেজের দরজা। স্কুলে যাচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। সামাজিক দূরত্ব মেনে, করোনা বিধিনিষেধ মেনেই চলছে স্কুলের পঠন পাঠন। কিন্তু এরই মধ্যে জারা হাইস্কুল (উচ্চ মাধ্যমিক) থেকে এক আপত্তিকর ভিডিও ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়। আর যা নিয়েই নিন্দার ঝড় বয়ে গেল নেটদুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরিহিত অবস্থায় শ্রেণীকক্ষেই ধূমপানে মত্ত দুই ছাত্রী। রীতিমত হাসি মজা করেই তাঁরা ধূমপান করছে। আর তাঁদের সঙ্গে রয়েছে দুজন ছাত্রও। একটি সিগারেট ধরিয়ে একে অন্যকে দিচ্ছে। আবার এক ছাত্রী সিগারেটে টান দিয়ে সেই ধোয়া নিজের মুখ থেকে ভরে দিচ্ছে অন্য এক ছাত্রের মুখে।

এই সমস্ত দৃশ্যের ভিডিও করেছে আবার অন্য একজন। আর এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে যায় নেটদুনিয়ায়। প্রশ্ন ওঠে স্কুলের শ্রেণীকক্ষে এমন কাজের বিষয়ে কেন কোন পদক্ষেপ নিল না স্কুল কর্তৃপক্ষ? তাঁরা কিভাবেই বা অজ্ঞাত থাকল এই বিষয়ে?

dolon

জানা গিয়েছে, এই দৃশ্যে দেখতে পাওয়া দুই ছাত্রী জারা হাইস্কুল (উচ্চ মাধ্যমিক)-র একাদশ শ্রেণীর ছাত্রী। কিছুদিন আগেই ঘটেছে এই ঘটনাটি। সেই ভিডিও ভাইরাল হতেই, শ্রেণীকক্ষে এমন অশালীন অঙ্গিভঙ্গির বিরুদ্ধে সরব হয়েছে নেট নাগরিকরা।

Smita Hari

সম্পর্কিত খবর