সংকটের মুখে চেতেশ্বর পূজারার কেরিয়ার, এই ক্রিকেটার ছিনিয়ে নিতে পারেন তাঁর জায়গা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের হয়ে মাঠে নামা প্রত্যেক ভারতীয় ক্রিকেটারের স্বপ্ন, তবে একাধিক যোগ্য ক্রিকেটার থাকায় ভারতীয় দলে জায়গা করে নেওয়া একেবারেই সহজ কাজ নয়। কোনওভাবে সুযোগ পেলেও তারপর আরও কঠিন কাজ হল দলে দলে জায়গা পাকা করা। একসময় ভারতের সেকেন্ড ওয়াল আখ্যা পাওয়া চেতেশ্বর পূজারা ব্যাপারটি খুব ভালো ভাবে উপলব্ধি করতে পারছেন। এইমুহূর্তে চূড়ান্ত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। অনেকদিন ধরেই তার ব্যাট ধারাবাহিকতা দেখাতে অক্ষম। এমতাবস্থায় তার জায়গা নিতে প্রস্তুত একাধিক তরুণ ক্রিকেটার।

চেতেশ্বর পূজারাকে দীর্ঘদিন ধরে ছন্দে পাওয়া যায়নি। যেরকম ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত, সেইরকম ব্যাটিং করতে ব্যর্থ তিনি। ব্যাটিং করার সময় নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিং করার চেষ্টা করেও দেখেছেন তিনি। কিন্তু কোনওভাবেই আর লাভ হচ্ছেনা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফের নিজের সুনাম বজায় রেখে পারফর্ম করতে ব্যর্থ পূজারা। কানপুর টেস্টে তিনি প্রথম ইনিংসে ধীরগতিতে ব্যাটিং করে ২৬ রান করে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করেও মাত্র ২২ রান করে আউট হন। চেতেশ্বর পূজারা ২০১৯ সালের জানুয়ারি মাসের পর থেকে টেস্ট ক্রিকেটে কোনো শতরান করতে পারেননি। ভারতীয় নির্বাচকরা তাকে অনেক সুযোগ দিয়েছেন। ভারতের হয়ে খেলতে গিয়ে ৯১ টেস্ট ম্যাচ খেলে ৬৫৪২ রান করেছেন পূজারা।

Iyer 1720x900

ভবিষ্যতে পূজারার জায়গা নেওয়ার সবচেয়ে বেশি সুযোগ আর ক্ষমতা যার রয়েছেন, তিনি হলেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দলে অন্তর্ভুক্ত হন শ্রেয়স। প্রথম টেস্টেই অভিষেকের সুযোগ পান তিনি। আইয়ার এই সুযোগকে খুব ভালোভাবে কাজে লাগান। কিউইদের বিপক্ষে আইয়ার প্রথম ইনিংসে ১০৫ রান এবং দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেন। তার পারফরম্যান্সের কারণে তাকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার দেওয়া হয়। আইয়ার প্রায় তিন বছর ধরে সীমিত ওভারের দলের অংশ এবং তিনি কানপুর টেস্টে পাঁচ নম্বরে ব্যাট করলেও প্রয়োজনে ব্যাটিং অর্ডারের আরও ওপরের দিকে ব্যাট করতে পারেন। ধীরে ধীরে ইনিংস গড়ে তোলার ক্ষমতা আছে তার মধ্যে।

1616127945 surya anandabazar

পূজারার অনুপস্থিতিতে আর এক ব্যাটসম্যান যিনি তার জায়গা নিতে পারেন তিনি হলেন সূর্যকুমার যাদব। মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব চোটের জন্য লোকেশ রাহুলের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন। এখনও তার টেস্ট অভিষেক হয়নি, তবে মুম্বাই টেস্টেই সুযোগ পেতে পারেন তিনি। সূর্যকুমার ঘরোয়া ক্রিকেটে ৭৭ ম্যাচে ৫৩২৬ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি দ্বিশতরান। সূর্যকুমার যদিও পরিচিত তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য। তবে এই ফরম্যাটে সুযোগ পেলেও হয়তো হতাশ করবেন না তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর