এই দুই ক্রিকেটারের ভুল ক্ষমা করবেন না নির্বাচকরা, শেষ হওয়ার পথে কেরিয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলা দেশের সব ক্রিকেটারেরই স্বপ্ন। অনেকেই আছেন সেই স্বপ্নের স্বাদ পেয়েছেন। তাদের পারফরম্যান্স দেখে খুশিতে আন্দোলিত হয়েছেন শত শত ভারতবাসী। একাধিক বার বিপদের মুখ থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে তারা হয়তো উদ্ধার করেছিলেন নিজের দলকে। কিন্তু পরবর্তীতে সেই তারকারাই যদি হয়ে ওঠেন দলের বোঝা তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়?

খানিকটা এমন পরিস্থিতিই তৈরি হয়েছে ভারতীয় টেস্ট দলের দুই তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা-কে কেন্দ্র করে। দুজনেই এককালে ভারতকে একার হাতে জিতিয়েছেন অবিশ্বাস্য সমস্ত ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতকে নিয়ে গেছেন আলাদা উচ্চতায়। কিন্তু শেষ বেশ কিছু সময় জুড়ে ধারাবাহিকতার অভাবে ভুগছেন দুজনেই।

Rahane 1720x900

কানপুর টেস্টে বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা অজিঙ্কা রাহানে সামনে থেকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু এই অভিজ্ঞ ব্যাটার দুই ইনিংসেই ব্যর্থ হন। প্রথম ইনিংসে মাত্র ৩৫ রান করা রাহানে এই ইনিংসে মাত্র ১৫ বলে ৪ রান করে আউট হন। কিছুদিন ধরেই টেস্ট দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠছেন রাহানে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার পক্ষে সবচেয়ে খারাপ ফর্মে থাকা ক্রিকেটার ছিলেন তিনিই। অস্ট্রেলিয়ায় একটি শতরান ছাড়া কিছু করতে পারেননি। ফলে বিরাট, রোহিত দলে ফিরলে এবার তিনি বাদ পড়তে পারেন টেস্ট দলে থেকে। ওয়ান ডে বা টি টোয়েন্টি খেলার সুযোগ অনেক দিন ধরেই পান না। ফলে টেস্ট থেকে বাদ পড়লে বলাই যায় ভারতের হয়ে রাহানের খেলার দিন শেষ।

Cheteshwar Pujara 5842

২০১৯ সালের জানুয়ারি মাসের পর থেকে আর কোনও শতরান করতে ব্যর্থ পূজারা, গত বেশ কয়েকদিন ধরেই সামান্য কিছু গুরুত্বপূর্ণ ইনিংস বাদে একপ্রকার ব্যাট হাতে আশ্চর্যরকমের ফিকে। পূজারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ২৬ রান করেন এবং টিম সাউদির বলে আউট হয়ে ফিরে যান। তখন সমর্থকরা বলেছিলেন তিনি নেতিবাচক ক্রিকেট খেলছেন। দ্বিতীয় ইনিংসে শুরুটা ইতিবাচক ভাবে করেন তিনি। কিন্তু মাত্র ২২ রান করে জেমিশনের স্বীকার হন তিনি। বিরাট কোহলির অনুপস্থিতিতে তাঁর কাছ থেকে যে ধরণের ক্রিকেট প্রত্যাশা করা হয়েছিল, সেই প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে পরের ম্যাচে তার জায়গায় সূর্যকুমার যাদব-কে সুযোগ দেওয়া হতে পারে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর