নেলপালিশ আর চোখে কাজল পরলেই লিঙ্গ বদলে যায়? তৃতীয় লিঙ্গ গোষ্ঠীর সমালোচনার মুখে আয়ুষ্মান

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘সাহসী’ অভিনেতা হিসেবে খ‍্যাতি রয়েছে আয়ুষ্মান খুরানার (ayushmann khurrana)। সাহসী কেন? কারণ তিনি ছকে বাঁধা ধারনা থেকে বেরিয়ে ভিন্ন ধর্মী ছবির দিকে ঝোঁকেন। ফলাফল ভিকি ডোনার, বধাই হো, শুভ মঙ্গল সাবধান, ড্রিম গার্ল এর মতো ছবি। বারে বারে ঝুঁকি নিয়েছেন ঠিকই, কিন্তু দর্শকরা ভালবেসে আপনও করে নিয়েছে আয়ুষ্মানের প্রতিটি ছবি। সেই আয়ুষ্মানই এবার নেটনাগরিকদের সমালোচনার কারণ হয়ে উঠলেন।

কিন্তু কী এমন করলেন তিনি যার জন‍্য এত ট্রোল হতে হচ্ছে? সম্প্রতি একটি ম‍্যাগাজিন কভারের জন‍্য করা ফটোশুটের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আয়ুষ্মান। ছবিতে তাঁর নখে কালো নেলপালিশ ও চোখে কাজল, মাস্কারা লাগাতে দেখা গিয়েছে। এই ফটোশুটের মূল উদ্দেশ‍্য ছিল, পুরুষের মেকআপ করাকে সমাজের চোখে মান‍্যতা দেওয়া।

Ayushmann Khurrana Jitendra Kumar Shubh Mangal Zyada Saavdhan
কিন্তু ফল হল উলটো। খাস LGBTQ গোষ্ঠীর মানুষেরাই ক্ষেপে উঠলেন আয়ুষ্মানের উপরে। ছবির ক‍্যাপশনে আয়ুষ্মান লিখেছেন জেন্ডার ফ্লুইড, অর্থাৎ নিজেকে নারী, পুরুষ বা অন‍্য কোনো গোষ্ঠীর অন্তর্ভুক্ত না বলা। অনেকেই আপত্তি তুললেন এই ‘জেন্ডার ফ্লুইড’ কথাটি নিয়ে। তাদের দাবি, নিজেকে জেন্ডার ফ্লুইড বলতে পারেন না আয়ুষ্মান।

একজন লিখলেন, কাজল আর নেলপালিশ পরে এবং তৃতীয় লিঙ্গের উপরে একটি ছবি বানিয়েই নিজেকে জেন্ডার ফ্লুইড ভাবতে শুরু করে দিয়েছেন আয়ুষ্মান। বিষয়টা গড়ায় বলিউডের তৃতীয় লিঙ্গ সম্পর্কে ভ্রান্ত ধারনা পর্যন্ত। আরেকজনের দাবি, ড্রিম গার্ল ও শুভ মঙ্গল জেয়াদা সাবধান ছবিতে যথাক্রমে ড্র‍্যাগ কুইন ও একজন সমকামী মানুষের চরিত্রে আয়ুষ্মানকে না নিয়ে তো এমন কাউকে নিতে পারত বলিউড যারা বাস্তবেই এই বিশেষ গোষ্ঠীর।

https://www.instagram.com/p/CW5XU-WI-PR/?utm_medium=copy_link

যদিও অনেকের থেকে প্রশংসাও পেয়েছেন আয়ুষ্মান। বলিউডের প্রথম সারির বহু অভিনেতাই এমন ফটোশুট করার সাহস পেতেন না বলেই মন্তব‍্য করেছেন নেটিজেনদের একাংশ। নিজের টুইটার হ‍্যান্ডেল থেকে ছবিটি মুছে দিয়েছেন আয়ুষ্মান। কিন্তু ইনস্টাগ্রামে তা এখনো রয়েছে। উল্লেখ‍্য, অভিনেতার আসন্ন ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’ও এমনি ভিন্নধর্মী। সেখানে বাণী কাপুরকে দেখা যাবে একজন রূপান্তরিত নারীর চরিত্রে।

Niranjana Nag

সম্পর্কিত খবর