পবনদীপ-অরুণিতাকে নিয়েই মাতামাতি, ‘ইন্ডিয়ান আইডল’এ অংশ নিয়েও দিন আনা দিন খাওয়া অবস্থা প্রতিযোগীর

বাংলাহান্ট ডেস্ক: হিন্দি গানের রিয়েলিটি শো গুলির মধ‍্যে বিশেষ জনপ্রিয় ইন্ডিয়ান আইডল (indian idol)। এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা এই শো মাস কয়েক আগেই সম্পূর্ণ করেছে ১২ তম সিজন। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়ে পৌঁছেছে। ইতিমধ‍্যেই ব্রিটিশ মুলুকে অনুষ্ঠান করে কানাডা পাড়ি দিচ্ছেন তাঁরা।

কিন্তু ওই একই শোয়ের প্রতিযোগী হয়েও সাওয়াই ভাটের (sawai bhatt) অবস্থাটা ঠিক উলটো। বিদেশে অনুষ্ঠান তো দূর, পেট চালাতেই মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে তাঁকে। ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ, জনপ্রিয়তা পেয়েও কোনো লাভ হয়নি তাঁর। অন‍্য প্রতিযোগীরা যেখানে একের পর এক গানের অনুষ্ঠান করছেন, প্লেব‍্যাক সিঙ্গিং করছেন সেখানে সাওয়াইকে নূন‍্যতম অর্থ রোজগারের জন‍্যও পরিশ্রম করতে হচ্ছে।

IMG 20211203 173342
ট্র‍্যাডিশনাল রাজস্থানি গান গেয়ে শো তে নিজের আলাদা একটা পরিচিতি গড়ে তুলেছিলেন সাওয়াই ভাট। বিচারকদের পাশাপাশি দর্শকরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁকে। এমনকি হিমেশ রেশমিয়া তাঁকে ইউটিউবে কিছু গান গাওয়ানোর জন‍্য প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুতিই সার। সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এখনো পর্যন্ত দারিদ্রর সঙ্গে লড়তে হচ্ছে সাওয়াইকে। নিজস্ব বাড়ি পর্যন্ত নেই তাঁর।

IMG 20211203 173252

বাধ‍্য হয়ে রাছস্থানের সরকারের কাছে সাহায‍্য চেয়েছেন সাওয়াই। শুধু নিজের জন‍্য নয়, অন‍্যান‍্য রাজস্থানি ফোক গানের দলগুলির জন‍্যও আর্থিক অনুদান তোলার চেষ্টা করছেন তিনি। এর জন‍্য রাজনৈতিক ব‍্যক্তিত্বদের কাছে সাহায‍্যের আবেদন করেছেন সাওয়াই।

https://www.instagram.com/tv/CVuUJ4zhDEJ/?utm_medium=copy_link

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে সাওয়াই জানান, আগে গ্রামে গ্রামে গিয়ে ‘কাঠপুতলি’ শো ও তামাশা দেখাতেন তিনি। কিন্তু ইন্টারনেট আসার প‍র থেকে এসব পুরনো বিনোদনের আর কোনো কদর নেই। তবে তিনি ইন্ডিয়ান আইডল থেকে পরিচিতি পাওয়ার পর তাঁর অঞ্চলে বিদ‍্যুৎ পরিষেবা পৌঁছেছে। সলমন খান ভক্ত সাওয়াইয়ের স্বপ্ন, ভাইজানের পরবর্তী ছবিতে গান গাওয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর