সাফল্যের পিছনে হাত রয়েছে রাহুল দ্রাবিড়ের, দুর্দান্ত শতরান করে জানিয়ে দিয়েছেন ময়ঙ্ক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দুর্দান্ত শতরান করে অপরাজিত ছিলেন ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু তিনি ভালো ভাবেই জানেন যে লোকেশ রাহুল এবং রোহিত শর্মা দলে ফিরে আসার পরে প্রথম একাদশে তার জায়গা নাও হতে পারে। তবে এইমুহূর্তে সেসব না ভেবে খেলার প্রতি একাগ্রতা বজায় রাখাই তার লক্ষ্য। নিজের ব্যাটিংয়ে বেশি নিয়ন্ত্রণ আনার জন্য কোচ রাহুল দ্রাবিড়ের পরামর্শ থেকে তিনি অনেক উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন আগরওয়াল। শুক্রবার চাপের মধ্যে ময়ঙ্ক ১২০ রান করে অপরাজিত ছিলেন।

গতকাল খেলার শেষে ময়ঙ্ক বলেন, “যখন আমি প্রথম একাদশের জন্য নির্বাচিত হয়েছিলাম, তখন রাহুল ভাই (দ্রাবিড়) আমার সঙ্গে কথা বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে অন্য কথা না ভেবে আমার নিজের হাতে যা আছে সেটাই মাঠে নেমে করতে হবে এবং আমাকে নিজের সেরাটা দিতে হবে। ব্যাট করার সময় তার এই পরামর্শ আমার মাথায় ছিল। রাহুল ভাইয়ের বার্তাটি খুব স্পষ্ট ছিল।”

mayank

কর্ণাটকের প্রতিভাবান ওপেনার দুঃখ করে বলেছেন যে ইংল্যান্ড সিরিজে ভাগ্য তার সহায় ছিল না। ইংল্যান্ড সফরে নেট সেশনের সময় তিনি মাথায় চোট পেয়েছিলেন এবং তারপরের পরিস্থিতি তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। তিনি বলেছেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে না পারাটা আমার পক্ষে দুর্ভাগ্যজনক ছিল। চোট আঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সবসময়। আমি পরিস্থিতি মেনে নিয়েছিলাম এবং আমার খেলার উপর কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছি।”

গাভাস্কার, ধারাভাষ্য দেওয়ার সময় কীভাবে আগরওয়ালকে তার ব্যাক-লিফ্ট কমানোর পরামর্শ দিয়েছিলেন সে সম্পর্কেও বলেছেন ময়ঙ্ক। তবে এত অল্প সময়ের মধ্যে যে পরিবর্তন করা সম্ভব নয়, সেটাও মেনে নিয়েছেন তিনি। প্রাক্তন ভারতীয় তারকা-র পরামর্শমতো তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এইমুহূর্তে দেড়শো রানের দোরগোড়ায় ব্যাটিং করছেন ময়ঙ্ক। তার সাথে রয়েছেন অক্ষর প্যাটেল। প্রতিবেদনটি লেখার সময় ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ২৮৫।

Reetabrata Deb

সম্পর্কিত খবর