সিদ্ধার্থের জন‍্যই এসেছিলেন বিগ বসে, এবার তাঁকে ছাড়াই শোতে ফিরছেন শেহনাজ!

বাংলাহান্ট ডেস্ক: গত তিন মাস ধরে সিদ্ধার্থ শুক্লাকে (siddharth shukla) ছাড়া জীবন কাটাচ্ছেন শেহনাজ গিল (shehnaz gill)। সেপ্টেম্বরে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে যান বিগ বস ১৩ র (bigg boss) বিজেতা। সরাসরি সম্পর্কের কথা ঘোষনা না করলেও ‘সিডনাজ’এর বিশেষ সম্পর্কের কথা কারোরই অজানা ছিল না। এমনকি অভিনেত্রী জোর গলায় ক‍্যামেরার সামনেই ঘোষনা করেছিলেন, তিনি বিগ বস জিততে নয়, সিদ্ধার্থকে জিততে এসেছেন।

বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থই। তৃতীয় হয়েছিলেন শেহনাজ। কিন্তু কোনো আক্ষেপ ছিল না অভিনেত্রীর। মনের মানুষটির হৃদয় যে তাঁর জেতা হয়ে গিয়েছিল। কিন্তু এখন সিদ্ধার্থ নেই। একাই মন শক্ত করে জীবনে এগিয়ে চলার প্রস্তুতি নিচ্ছেন শেহনাজ। এমন সময়ে গুঞ্জন শোনা গেল, তিনি নাকি ফের বিগ বসে ফিরছেন!

Shehnaz Gill and Siddharth Shukla 3
যে শো থেকে সিডনাজের সফর শুরু, সেই শোতেই ফিরছেন শেহনাজ। তবে এবার সিদ্ধার্থকে ছাড়াই। বিগ বস ১৫ তে নাকি বিশেষ ওয়াইল্ড কার্ড এনট্রি হিসাবে দেখা যাবে শেহনাজকে। শোয়ের প্রযোজকরা নাকি তাঁকে এমনটাই প্রস্তাব দিয়েছেন সম্প্রতি। তবে শেহনাজ তাতে রাজি হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

উল্লেখ‍্য, চলতি মাসেই জন্মদিন প্রয়াত সিদ্ধার্থের। জীবিত থাকলে ১২ ডিসেম্বর ৪১ এ পা দিতেন তিনি। জন্মবার্ষিকীর আগে অনাথ শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল শেহনাজকে। অমৃতসরের এক অনাথাশ্রমে দেখা মিলল শেহনাজের। জিন্স, সোয়েটশার্ট ও শালে ছিমছাম লুকে ধরা দিলেন তিনি। অনাথাশ্রমের বাসিন্দাদের সঙ্গে হাসিমুখে কথা বললেন শেহনাজ, একসঙ্গে ছবি তুললেন। এদিনের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

শেহনাজকে প্রশংসা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘শেহনাজের মধ‍্যে সিদ্ধার্থ শুক্লাকে দেখতে পাচ্ছি।’ আরেকজন লিখেছেন, ‘শেহনাজ সবথেকে শক্ত মেয়ে। ঈশ্বর ওকে আরো মানসিক জোর দিক, এটাই প্রার্থনা করি।’

Niranjana Nag

সম্পর্কিত খবর