বাংলাহান্ট ডেস্ক: অডিশন পর্ব থেকেই সা রে গা মা পার মঞ্চ মাতিয়ে চলেছেন বাংলার মেয়ে অনন্যা চক্রবর্তী (ananya chakraborty)। বাংলা সা রে গা মা পায় সকলের মন জয় করার পর এবার জাতীয় স্তরের প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন তিনি। বিচারক থেকে সঙ্গীত গুরু সকলেই মুগ্ধ অনন্যান্যার মেঠো সুরে। এবার তাঁর গুণমুগ্ধদের তালিকায় যুক্ত হল আরেকটি নাম, আয়ুষ্মান খুরানা (ayushmann khurrana)।
সম্প্রতি জি টিভির সা রে গা মা পাতে অতিথি হয়ে এসেছিলেন আয়ুষ্মান ও বাণী কাপুর। তাঁদের আসন্ন ছবি ‘চণ্ডীগড় করে আশিকি’র প্রচারেই এসেছিলেন তাঁরা। ওই এপিসোডেই অনন্যা আয়ুষ্মানকে অনুরোধ করেন তাঁর সঙ্গে মঞ্চে এসে গান গাইতে। অনন্যা বলেন, যখন তিনি ছোট ছিলেন তখন একটি ছবি দেখেছিলেন যেখানে গিটার নিয়ে গান গাইতে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে।
আসলে তিনি ‘ভিকি ডোনার’ ছবির কথা বলছিলেন। তবে অভিনেতা মজা করে হাসতে হাসতে বলেন, “সবে তো কেরিয়ার শুরু করলাম আমি, ছোটবেলায় আবার কোন ছবি দেখলে আমার?” তবে অনন্যার অনুরোধ ফেলতেও পারেননি আয়ুষ্মান। মঞ্চে এসে তিনি বলেন, অনন্যা আগে একটি গান শুরু করুক, তাঁর স্টাইলে ওই তালেই গান ধরবেন তিনি।
অনন্যা ‘কমলায় নেত্ত করে’ গানটি ধরতেই নাচতে শুরু করেন আয়ুষ্মান। তাঁর সঙ্গে এসে যোগ দেন বাণী। এরপরে ওই গানের তালেই অভিনেতা ধরেন তাঁর গাওয়া ‘পানি দা রঙ’ গানটি। মুহূর্তের মধ্যে জমে ওঠে মেহফিল। প্রতিযোগী থেকে বিচারক সকলেই নাচতে শুরু করে দেন অনন্যা, আয়ুষ্মানের সঙ্গে।
জি টিভির মঞ্চে আগের থেকে সম্পূর্ণ অন্য লুকে দেখা যাচ্ছে অনন্যাকে। লম্বা চুলে বিভিন্ন রঙের বিনুনি করে বোহো লুকে ধরা দিয়েছেন তিনি। বাংলা সা রে গা মা পার মঞ্চে দাঁড়িয়েই অনন্যা জানিয়েছিলেন তাঁর গানের জগতে আসার কাহিনি।
বাউল মেলায় ঘুরতে ঘুরতে বর্ধমানের আন্দুলে সাধনদাস বৈরাগীর আশ্রমে চলে এসেছিলেন তিনি। বাউল গানকেই ভালবেসে ফেলেছিলেন অনন্যা। পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভোকাল মিউজিক নিয়ে। বাংলার মতো জাতীয় স্তরের মঞ্চেও বাঙালির মুখ উজ্জ্বল করুন অনন্যা এই কামনাই রইল।