বাংলাহান্ট ডেস্কঃ নাগাল্যান্ডের (nagaland) উত্তেজনার মাঝে, ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। এই বিষয়ের সঙ্গে জড়িয়ে বিএসএফ ইস্যুতে করলেন এক বেফাঁস মন্তব্য। যা নিয়ে আবারও তোলপাড় শুরু হল রাজনৈতিক মহলে।
নাগাল্যান্ডের ঘটনায় সেনার গুলিতে প্রাণ হারান ১৪ জন নিরীহ গ্রামবাসী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেনার পক্ষ থেকে জানানো হয়েছিল, বিদ্রোহীদের গাড়ির মাঝেই চলে আসে ওই সাধারণ নাগরিকদের গাড়িটিও। সেটিকে থাকতে বলার পরও, গাড়ি না থামানোয় সন্দেহের বশে গুলি চালায় জওয়ানরা। যার ফলেই ঘটে যায় এই দুর্ঘটনা।
এই ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) একপ্রকার বাধ্য হয়েই বিবৃতি দেন, ‘গত ৪ ঠা ডিসেম্বর বিকেলে সন্দেহ করেই ঘটনাস্থলে অভিযান চালায় সেনাবাহিনীরা। সেই সময় আচমকাই অভিযান স্থলে একটি গাড়ি চলে আসে। সেটিকে থামানোর চেষ্টা করা হলেও, গাড়িটি না থেমে সেখান থেকে পালিয়ে যায়। আর তাতেই ওই গাড়িতে বিদ্রোহীরা রয়েছে বলে সন্দেহ হওয়ায়, সেটা লক্ষ্য করে গুলি চালায় সেনারা। আর এই ঘটনায় গাড়িতে থাকা ৮ জনের মধ্যে ৬ জন মারা যায় এবং বাকিরা আহত হন। বুঝতে পেরে আহতদের সেনারাও হাসপাতালে নিয়ে যায়। ওই গাড়িটিকে বিদ্রোহীদের গাড়ি বলে ভুল হওয়াতেই, তাঁরা গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়’।
https://www.facebook.com/udayan.guha.9/posts/1530225360672668
অমিত শাহের মুখ থেকে ‘ভুল’ হয়েছে কথাটা বেরোতেই, সেটা সঙ্গে সঙ্গেই ধরে নিলেন উদয়ন গুহ। আর সেই বিষয়কে ইস্যু করেই ফেসবুকে এক পোস্ট করলেন তিনি। সেখানে লেখেন, ‘অসম রাইফেলস এর মতো BSFও “ভুল বোঝাবুঝির” কারণে গুলি চালায়, ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন’।
BSF-র সীমা বাড়ানোর ইস্যুতে প্রথম থেকেই কেন্দ্রের বিরোধীতা করার পর এবার নাগাল্যান্ডের বিষয় নিয়ে ফের BSFকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক।