মাথা নিচে, পা উপরে! আজব ভাবে ওয়াইড দিয়ে রাতারাতি বিখ্যাত হলেন আম্পায়ার, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেটে আম্পায়ারের ভূমিকা সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। আম্পায়ারিংয়ের কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একজন আম্পায়ারের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তার জন্য আম্পায়ারকে ম্যাচের প্রতিটি বলের উপর কঠোর নজর রাখতে হয়, কারণ তার একটি ভুল সিদ্ধান্ত জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। তাই আম্পায়ারদের কাজটি অত্যন্ত চাপের। মাঠে সেই চাপ কিছুটা কমিয়ে নেওয়ার জন্য কিছু আম্পায়ার বিভিন্ন রকমের অদ্ভুত কায়দায় নিজেদের সিদ্ধান্ত জানিয়ে থাকেন। এমনই কিছু দেখা গেল মহারাষ্ট্রের একটি টি টোয়েন্টি টুর্নামেন্টে।

এখানে যে আম্পায়ারকে নিয়ে কথা বলা হচ্ছে তিনি খুব অনন্য উপায়ে আম্পায়ারিং করে দেখিয়েছেন। মহারাষ্ট্রের স্থানীয় টুর্নামেন্ট পুরন্দর প্রিমিয়ার লিগে তার আম্পায়ারিংয়ের অনন্য শৈলী দেখা গেছে। সাধারণত ওয়াইড বল দিতে আম্পায়াররা দু হাত দুপাশে ছড়িয়ে দিলেও এখানে এই আম্পায়ার তা করেননি। আম্পায়ার প্রথমে মাথা নিচু করলেন, তারপর উল্টো হয়ে শীর্ষাসনের ভঙ্গিতে এসে, দুই পা ছড়িয়ে দিলেন এবং ওয়াইড দেওয়ার সংকেত দিলেন। সেই ম্যাচের ধারাভাষ্যকাররাও বিষয়টি দেখে অবাক হয়ে যান।

এরপর সেই আম্পায়ারের এভাবে আউট দেওয়ার ভিডিও ক্রমশ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। লাখ লাখ মানুষ এই ভিডিও দেখেছেন। কমেন্টে মানুষ অভিনেতা গোবিন্দ এবং টাইগার শ্রফের সঙ্গে আম্পায়ারের তুলনা করছেন। মাঠে উপস্থিত দর্শকরা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যখন তারা এই ঘটনা দেখেছিল।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সদ্য সমাপ্ত সিরিজে দুর্বল আম্পায়ারিং অনেক শিরোনাম করেছে। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছিলেন, রিপ্লে দেখে স্পষ্ট দেখা গেছে বল ব্যাটে লেগেছে। একই সিরিজে থার্ড আম্পায়ারের বরাত দিয়ে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তও বদল করা হয় বেশ কয়েকবার। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই সেই আন্তর্জাতিক আম্পায়ারদের বদলে এই আম্পায়ার-কে আইসিসি-র এলিট প্যানেলে ঢোকানোর দাবি করেছেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর