বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া যতটা কঠিন বলে মনে করা হয়, তার চেয়েও অনেক বেশি কঠিন সেই দলে নিজের জায়গা। কারণ সবসময়ই ভারতীয় দলের দরজায় কড়া নাড়তে থাকেন এমন অনেক ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেটে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে দলে জায়গা পাওয়ার দাবি রাখেন। তা সত্ত্বেও মাঝেমধ্যেই আমাদের চোখে পড়ে এমন কিছু ক্রিকেটার যাদের দলে ক্রমাগত সুযোগ দেওয়া সত্ত্বেও তারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হন এবং তাদের খারাপ পারফরম্যান্সের কারণে তাদের কেরিয়ারে ধীরে ধীরে শেষ হয়ে যায়।
আজ এই প্রতিবেদনে এমনই এক ব্যাটার, মনীশ পান্ডের কথা বলা হচ্ছে। মনীশ পান্ডে এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে ৩৯টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ওই ম্যাচ গুলিতে তিনি ৪৪.৩১ গড়ে এবং ১২৬.১৫ স্ট্রাইক রেটে ৭০৯ রান করেছেন। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কিছু ভালো ইনিংস খেললেও পান্ডে কখনোই ধারাবাহিকতা দেখাতে পারেননি। ফলস্বরূপ দলে নিয়মিতও হয়ে উঠতে পারেননি। সম্ভবত তার আর কোনওদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হবে না। আইপিএল ২০২১-এও, মনীশ পান্ডে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে ভালো কিছু করতে পারেননি।
গত আইপিএলে মনীশ পান্ডের ওপর অনেক প্রত্যাশা ছিল এসআরএইচ ভক্তদের। কিন্তু তার ফ্লপ ব্যাটিংয়ের কারণে, পুরো মিডল অর্ডার নড়বড়ে হয়ে যায় অরেঞ্জ আর্মির। যার কারণে দলকে চূড়ান্ত খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। একসময় এই ক্রিকেটার-কে ভারতীয় দলের ভবিষ্যত তারকা হিসাবে বিবেচনা করা হয়েছিল। ভারতের হয়ে দুর্দান্ত অভিষেকও করছিলেন মনীশ পান্ডে। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৮৬ বলে ৭১ রান করেছিলেন তিনি। এর পরের বছরই সিডনিতে অস্ট্রেলিয়া মর ৮১ বলে ১০৪ রান করে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন মনীশ। কিন্তু তারপর স্রেফ ধারাবাহিকতার অভাবে ভারতীয় জাতীয় দল থেকে ধীরে ধীরে হারিয়ে গেলেন তিনি।
আগামী আইপিএলের জন্য মনীশ পান্ডেকে সানরাইজার্স ধরে রাখেনি। আগামী বছরের মেগা অকশনে উঠবেন তিনি। নিলামে মনীশ পান্ডে অবশ্যই অবিক্রিত থাকবেন না, তবে প্রত্যাশা মতো পারফর্ম না করায় হয়তো খুব বেশি দামও পাবেন না তিনি।