বিয়ের পরেই মধুচন্দ্রিমা, ভিকির হাত ধরে স্বপ্নের গন্তব‍্যে পাড়ি দেবেন ক‍্যাটরিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। ৯ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবারই চার হাত এক হতে চলেছে ভিকি কৌশল (vicky kaushal) ও ক‍্যাটরিনা কাইফের (katrina kaif)। গত এক মাসের বেশি সময় ধরে ভিক‍্যাট জুটির সম্পর্ক, বিয়ে নিয়ে নানান গুঞ্জন হটকেকের মতো বিকোচ্ছে। ভিকি বা ক‍্যাটরিনা কেউই বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য না করলেও ইতিমধ‍্যেই তাঁদের বিয়ের কার্ড থেকে প্রথম ছবি সবই ফাঁস হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

এবার ফাঁস হল তাঁদের হানিমুনের গন্তব‍্যও। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বিয়ের পরপরই নাকি মধুচন্দ্রিমা করতে উড়ে যাবেন ভিক‍্যাট। হালের ট্রেন্ড মেনে মালদ্বীপেই মধুচন্দ্রিমা কাটাবেন তাঁরা। তবে খুব বেশিদিনের জন‍্য ঘুরবেন না তাঁরা। কারণ দুজনেরই কাজের চাপ রয়েছে। তাই ছোট্ট করে হানিমুন সেরেই ফিরে আসবেন তাঁরা। তার আগে অবশ‍্য মুম্বইয়ের তাজ হোটেলে বলিউডের সতীর্থদের জন‍্য বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করবেন ভিকি ক‍্যাটরিনা।


অপর একটি সূত্রের খবর, বিয়ের পরেই সম্ভবত হানিমুনে যাওয়া হবে না ক‍্যাটরিনার। কারণ অনেক কাজ জমে রয়েছে তাঁর। বিয়ে মিটলেই সলমন খানের সঙ্গে টাইগার থ্রি ছবির শুটিংয়ে ব‍্যস্ত হয়ে পড়বেন তিনি। সে সব কাজ শেষ করে তারপরেই হানিমুন করতে যেতে পারেন তিনি।

মঙ্গলবার সঙ্গীত সেরেমনি হয়েছে ভিকি ক‍্যাটরিনার। বুধবার সকালে হয়েছে অভিনেত্রীর হলদির অনুষ্ঠান। শোনা গিয়েছে, বিকেলের মধ‍্যে মেহেন্দি সেরেমনিও মিটে গিয়েছে। তারকা মেহেন্দি আর্টিস্ট বীনা নাগড়া মেহেন্দি পরিয়েছেন ক‍্যাটকে। শোনা গিয়েছে, লাখ টাকার মেহেন্দি পরেছেন নাকি অভিনেত্রী।


বিয়ের আগে পর্যন্ত নাকি ‘নো কার্বোহাইড্রেট’ ডায়েটে ছিলেন ক‍্যাট সুন্দরী। তাই বিয়েতে যাকে বলে কবজি ডুবিয়ে খাবেন তিনি। এতদিনে অনেকেই জেনে গিয়েছেন, অভিনেত্রীর প্রিয় ডার্ক চকোলেট ব্রাউনি। এই দিয়েই নাকি ভিকি প্রোপোজ করেছিলেন ক‍্যাটরিনাকে। তাই তাঁর বিয়েতে মিষ্টির ঢালাও ব‍্যবস্থা থাকবে না তা হতে পারে না।

জানা যাচ্ছে, ১০০ টি নামী মিষ্টির দোকান থেকে প্রতিনিধিরা ইতিমধ‍্যেই এসে পৌঁছেছেন বিবাহ আসরে। ধরমশালায় তাঁদের থাকার ব‍্যবস্থা হয়েছে। একটি ট্রাক ভর্তি করে তাজা সামগ্রী আনা হয়েছে। ভিকির পঞ্জাবি পরিবারের জন‍্য থাকছে ছোলে ভাটুরে থেকে বাটার চিকেন পর্যন্ত সবই। বিয়ের জন‍্য বিশাল কেকটি নাকি বানিয়েছেন ইতালির এক শেফ। বিয়ের ছবি, ভিডিও ১০০ কোটি টাকায় নাকি বিক্রি করেছেন ভিকি ক‍্যাটরিনা।

X