বাংলাহান্ট ডেস্ক: টলিউডে এক সময়ে কাজ করেছেন চুটিয়ে। ওড়িয়া, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে সফল নাম রচনা বন্দ্যোপাধ্যায় (rachana banerjee)। কিন্তু তাঁকে জনপ্রিয়তার চূড়ায় তুলল ‘দিদি নাম্বার ওয়ান’ (didi number one)। দীর্ঘ দশ সিজন ধরে এক নাগাড়ে জনপ্রিয়তা ধরে রাখা চাট্টিখানি কথা নয়। কিন্তু সেই কঠিন কাজটাকেই সহজ করে দেখিয়েছে রচনার দিদি নাম্বার ওয়ান।
রচনাকে ছাড়া এই শো যেন ভাবা যায় না। প্রথমে এক দুটি সিজনে অন্য সঞ্চালিকা দিয়ে শুরু হয়েছিল শো। এমনকি দেবশ্রী রায়ও সঞ্চালনায় হাত পাকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রচনা ছাড়া যেন দিদি নাম্বার ওয়ান অসম্পূর্ণ। কিছুদিন আগে ব্যক্তিগত জীবনে বড় বিপর্যয় নেমে আসায় কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছিলেন রচনা।
কিন্তু প্রচুর মানুষের ভালবাসা, আবেদন তাঁকে আবারো ফিরিয়ে শো তে। অথচ এই শো ই প্রথমটায় করতে চাননি রচনা। সংবাদ প্রতিদিন ডিজিটালের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তিনি ছোটপর্দা থেকেই দূরে থাকতে চেয়েছিলেন। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষের জোরাজুরিতে রাজি হয়ে যান রচনা।
অভিনেত্রী জানান, বিয়ের আগে প্রচুর বাংলা ছবিতে কাজ করেছেন তিনি। ছেলে প্রণীল হওয়ার পর নিজের ইচ্ছাতেই টলিউড থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন রচনা। ২০০৭ থেকে দশ পর্যন্ত কোনো ছবি করেননি। ছেলে হওয়ার পরে কয়েকটি ছবি করলেও তেমন ভাল প্রস্তাব পাননি। যার জেরেই ছবি থেকে সরে আসার সিদ্ধান্ত রচনার।
রচনার কথায়, “আমি কাউকে ফোন করে বলতে পারব না যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। এটা আমার ইগো নয়। আসলে লজ্জা লাগে কাউকে ফোন করে কাজ চাইতে।” রচনা তাই দিদি নাম্বার ওয়ান নিয়েই ভাল আছেন। আর দিদি নাম্বার ওয়ানও রচনাকে পেয়ে ভাল আছে।