বাংলাহান্ট ডেস্কঃ টিকিট পেয়েও শেষ মুহূর্তে তা নিয়ে নেয় তৃণমূল (tmc), ভাঙা মন নিয়েই নির্দলে নাম লিখিয়েছিলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (subrata mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায় (Tanima Chatterjee)। এবার তাঁর নামের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল।
তৃণমূলের প্রার্থী তালিকায় ৬৮ নম্বর ওয়ার্ডে প্রথমে নাম ছিল তনিমা চট্টোপাধ্যায়ের। নাম প্রকাশ পাওয়ার পর প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতীক আনতে গেলে, তাঁকে বলা হয় এই ওয়ার্ডে কিছু সমস্যার কারণে, প্রতীক পরে দেওয়া হবে। পরে আর কই? তারপর দেখা যায়, তাঁর পরিবর্ততে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয় সুদর্শনা মুখোপাধ্যায়কে। মনে একরাশ ক্ষোভ নিয়ে দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন। এমনকি তাঁকে বহিস্কারও করে তৃণমূল।
এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও, গোল বাঁধল দেওয়াল লিখন নিয়ে। বাড়ি বাড়ি গিয়ে ‘জোড়া পাতা’য় ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন তনিমা চট্টোপাধ্যায়। সেইমত দেওয়াল লিখনও শুরু হয়ে গিয়েছে তাঁর নামে। কিন্তু এখন অভিযোগ উঠেছে, দেওয়াল থেকে তাঁর নাম মুছে দিয়ে সেখানে লেখা হচ্ছে সুদর্শনা মুখোপাধ্যায়ের নাম। এমনকি তনিমা চট্টোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে সেই জায়গায় বসানো হচ্ছে সুদর্শনার কাটআউট। এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ৬৮ নম্বর ওয়ার্ডে।
এবিষয়ে নিজের ক্ষোভ উগোরে দিয়ে তনিমা চট্টোপাধ্যায় বলেন, ‘আমার প্রচারের মাঝে পরিকল্পনা মাফিক সমস্যা তৈরি করছে। মুছে দেওয়া হচ্ছে দেওয়াল লিখন, সমর্থকদের হুমকিও দেওয়া হচ্ছে’। এই ঘটনায় কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসকদল।