বাংলাহান্ট ডেস্কঃ গ্রাহকদের জন্য এক সুসংবাদ নিয়ে এক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। প্রয়োজনে প্রাক-অনুমোদিত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন গ্রাহক। আর এই সুবিধা করে দিচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন SBI YONO। বাড়িতে বসেই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে কাজটা করতে পারবেন গ্রাহক।
গ্রাহক এই সুবিধা দিনের মধ্যে যে কোন সময় নিতে পারবেন। তবে এক্ষেত্রে গ্রাহককে আলাদা করে ব্যাঙ্কে যাওয়ার কোন দরকার নেই। বাড়িতে বসেই ফোন মারফত এই কাজ করতে পারবেন।
গত মাসেই YONO-তে একটি প্রাক-অনুমোদিত টু-হুইলার লোন ‘এসবিআই ইজি রাইড’ চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। SBI YONO অ্যাপের মাধ্যমে এন্ড-টু-এন্ড কাগজবিহীন প্রক্রিয়ার মাধ্যমেই এই সুবিধা নিতে পারবেন গ্রাহক। এক্ষেত্রে গ্রাহককে ব্যাঙ্কে যাওয়ার কোন প্রয়োজন হবে না।
গ্রাহক এই লোন পাওয়ার উপযুক্ত কিনা তা জানার জন্য, প্রথমে ব্যাঙ্ক একাউন্টের নম্বরের শেষ চারটি সংখ্যা এবং PAPL লিখে ৫৬৭৬৭৬ নম্বরে মেসেজ করতে হবে। তারপর জানতে পারা যাবে গ্রাহক এই ঋণ নেওয়ার যোগ্য কিনা। আর যদি যোগ্য হন তাহলে YONO অ্যাপে গিয়ে ‘avail now’ অপশন সিলেক্ট করতে হবে প্রথমে।
তারপর সেখানে যতোটা পরিমাণ ঋণ নেবেন, সেই পরিমাণ এবং সময়সীমা নির্ধারণ করতেই আপনার সংশ্লিষ্ট নম্বরে একটি OTP আসবে। তারপরই আপনার ঋণের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আপনি ঋণ নেওয়ার জন্য প্রস্তুত হবেন।
বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য নানা অফার, সুযোগ সুবিধা নিয়ে আসে SBI। এবার তাঁদের সেই তালিকায় এটাও যুক্ত হয়ে গেল।