বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাবা করিম মনে করেন যে আইসিসি ট্রফি জিততে না পারায় কারণেই বিরাট কোহলিকে ভারতের ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। টি টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে, বিরাট কোহলি ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত ওডিআই দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ঘোষণা করেছে যে তারকা ওপেনার রোহিত শর্মাই ভারতের একদিনের ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন।
স্পোর্টস পলিসি নামের একটি অনুষ্ঠানে সাবা করিম বলেন, ‘এটা বললে বোধহয় অত্যুক্তি হবে না যে বিরাট কোহলিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নয়তো টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সময়ই তার ঘোষণা করে দেওয়া উচিত ছিল যে তিনি ওয়ান ডে দলেরও অধিনায়ক হতে চান না। কিন্তু, তিনি তা করেননি।”
সাবা করিম আরও বলেছেন “তার মানে বিরাট ওয়ান ডে দলের অধিনায়ক থাকতে চেয়েছিলেন। তবে আইসিসি ট্রফি না জেতার কারণেই হয়তো একদিনের দলের অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় কোহলিকে। রোহিতের জন্য শুভকামনা রইলো।”
সাবা করিম আরও বলেছেন যে রাহুল দ্রাবিড় এমন একজন ব্যক্তি যিনি সবসময় তার দলের ক্রিকেটারদের সাথে স্পষ্টভাবে যোগাযোগ রেখে সমস্ত কাজ করতে চান। সুতরাং, আমি নিশ্চিত যে দ্রাবিড় বা বিসিসিআই কর্মকর্তা অবশ্যই কোহলির সাথে এই বিষয়ে আলোচনা করে তবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।