দুর্ঘটনার পরেই সায়ন্তিকাকে দেখতে ফুল হাতে হাজির বাঁকুড়ার বিজেপি বিধায়ক, জল্পনা রাজনৈতিক মহলে

বাংলাহান্ট ডেস্ক: জনসংযোগ সভা সেরে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার পথে পথ দুর্ঘটনার মুখে পড়েছিল অভিনেত্রী তথা তৃণমূলের রাজ‍্য সম্পাদক সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়ের (sayantika banerjee) গাড়ি। কাঁধে গুরুতর চোট পেয়ে বাঁকুড়াতেই ফিরে যান তিনি। এই ঘটনার পরেই শুক্রবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক গিয়ে দেখা করলেন সায়ন্তিকার সঙ্গে।

শুক্রবার সকাল সকাল সার্কিট হাউসে সায়ন্তিকার সঙ্গে সাক্ষাৎ করতে যান নীলাদ্রিশেখর দানা। হাতে ফুলের তোড়া। বেশ কিছুক্ষণ নাকি সার্কিট হাউসে বসে কথাও বলেছেন তাঁরা। উল্লেখ‍্য, দুর্ঘটনার পরেই সায়ন্তিকা দাবি করেছিলেন, যে লরিটি তাঁদের গাড়িকে ধাক্কা মেরেছিল তার চালকের নাকি উদ্দেশ‍্য ছিল তাঁদের পিষে মারার। পরোক্ষে গেরুয়া শিবিরের দিকেও সন্দেহের ইঙ্গিত ছুঁড়েছিলেন সায়ন্তিকা।

IMG 20211209 113757
তারপরেই বিজেপি বিধায়কের আবির্ভাব। আচমকা ফুল হাতে সায়ন্তিকার সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে ইতিমধ‍্যেই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে সাফাই দিয়ে বিধায়ক জানিয়েছেন, সায়ন্তিকা তাঁর বোনের মতো। তাই দুর্ঘটনার খবর শুনে খবর নিতে এসেছিলেন।

উল্লেখ‍্য, দিন দুয়েক আগেই বাঁকুড়ায় সায়ন্তিকার নেতৃত্বে তৃণমূলের মিছিলে বিজেটি বিধায়কের গাড়ি লক্ষ‍্য করে ‘চোর’ স্লোগান উঠেছিল। এমনকি তাতে নাকি গলা মিলিয়েছিলেন সায়ন্তিকাও। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে সবুজ শিবির। মঙ্গলবার এই ঘটনার পরে বৃহস্পতিবার দুর্ঘটনার মুখে পড়ে সায়ন্তিকার গাড়ি।

দুর্ঘটনা ঘটার পরে কলকাতায় না এসে বাঁকুড়াতেই ফিরে গিয়েছেন সায়ন্তিকা। কাঁধে চোট তো রয়েছেই, উপরন্তু দুর্ঘটনার জন‍্য ট্রমায় রয়েছেন তিনি। সায়ন্তিকাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে বলে খবর। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই জানা গিয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর