বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত বিশ্বকে অনেক বড় তারকা ক্রিকেটার উপহার দিয়েছে। পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলা লোকেশ রাহুল সাম্প্রতিক ভারতীয় দলের হয়ে অনেক কার্যকরী ইনিংস খেলেছেন এবং একার হাতে ভারতকে অনেক ম্যাচ জিতেছেন। ভারতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন। তার খেলার ধরন সম্পর্কে সবাই ভালো করেই জানেন। রাহুল টিম ইন্ডিয়াতে জায়গা নিশ্চিত করার সাথে সাথে অনেক ক্রিকেটারের দলে ফেরার রাস্তা বন্ধ হয়ে গেছে। আসুন জেনে নেই এই খেলোয়াড়দের সম্পর্কে।
শিখর ধাওয়ান:
ভারতীয় দলের গব্বরের ব্যাট অনেকদিন ধরেই জাতীয় দলের হয়ে শান্ত ছিল। যার ফলে জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন। ২০১৮ সালে ধাওয়ান তার শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তারপর থেকে তিনি ভারতীয় টেস্ট দল তার অনুপস্থিতিতে ভালো ভাবে মানিয়ে নিয়েছে। তার অনুপস্থিতিতে, লোকেশ রাহুল দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন। ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ান ডে দল থেকেও ছিটকে গিয়েছেন ধাওয়ান। ইংল্যান্ড সফরে ধাওয়ানকে নির্বাচিত করা হয়নি এবং নিউজিল্যান্ড সফরেও তার নাম বিবেচনা করা হয়নি।
মুরলি বিজয়:
একসময় ভারতীয় টেস্ট দলের এক নম্বর ওপেনার ছিলেন, কিন্তু খারাপ ফর্মের কারণে এই তারকা ওপেনারকে দলের বাইরে থাকতে হয়েছিল। গত তিন বছর ধরে ভারতের টেস্ট দল থেকে বাইরে তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০৮ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয় মুরালির। ভারতীয় দলের ৬১ টি টেস্ট ম্যাচে তিনি ৩৯৮২ রান করেছেন। এখন রাহুলের দৃঢ়তার জন্যই শুধু নয়, এমনিই তার দলে ফেরা অসম্ভব বলে মনে হচ্ছে।
পৃথ্বী শ:
রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলে ওপেনারের দায়িত্ব সামলেছেন পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৮ সালে শ-এর টেস্ট অভিষেক হয়েছিল, কিন্তু এই ব্যাটসম্যান গত এক বছর ধরে ভারতীয় টেস্ট দলের বাইরে রয়েছেন। লোকেশ রাহুল টেস্ট দলে স্থায়ী জায়গা করে নেওয়ায় শ’র ফেরাটা কঠিন হয়ে পড়েছে। পৃথ্বী তার বাজে ফর্মের কারণে দলের নিয়মিত হতে পারেননি। এখন তার দলে ফেরা একপ্রকার অসম্ভব।