বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর (vuban badyakar)। এবার পুরভোটের প্রচারেও দেখা গেল সেই ফেমাস বাদামওয়ালাকে। নামলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল (tmc) প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে প্রচারে। যার কারণে আবারও স্যোশাল মিডিয়ায় ছেয়ে গেলেন ভুবন বাদ্যকর।
‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম’ গান গেয়েই নেটদুনিয়ায় রাতারাতি স্টার হয়ে গিয়েছেন বীরভূমের ভুবন বাদ্যকর। যার জনপ্রিয়তা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে গিয়েছে সুদূর বাংলাদেশেও। এবার বাংলাতেই তাঁকে নিয়ে প্রচারের মাঠে নামল তৃণমূল।
আসন্ন কলকাতা পুরভোটের পূর্বে প্রচারের মাঠে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে বাড়ি বাড়ি ঘুরলেন এই বাদাম বিক্রেতা। এবিষয়ে অমল চক্রবর্তী বলেন, ‘গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে ৫ টাকা করে বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। উনি যাতে কলকাতাতেও পরিচিত লাভ করতে পারেন, দুটো টাকা বেশি রোজগার করতে পারেন, আমি সেই চেষ্টাই করছি। মানুষ তো এখন ঠোঙায় করে বাদাম খেতে ভুলেই গেছেন। যদি মানুষের সেই অভ্যাস ফিরে আসে, তাহলে ওনারও কিছু আয় হবে। আর আমি সেই চেষ্টাই করছি’।
কলকাতায় এসে বেশ ভালো লাগছে বলেই জানালেন ভুবনবাবু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন গানও বেঁধেছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যও প্রার্থনা করেছেন ভুবন বাদ্যকর।
প্রসঙ্গত জানিয়ে রাখি, ‘কাঁচা বাদাম’ গেয়ে জনপ্রিয়তা পাওয়ার পর আরও ১০ টি গান রেকর্ড করে ফেলছেন ভুবন বাদ্যকর। গায়িকা মাম্পি চক্রবর্তীর সঙ্গে ডুয়েট করে ‘কাঁচা বাদাম’-র সঙ্গে ডিস্কো ব়্যাপ সুরে গাইলেন। সেইসঙ্গে অ্যালবামে রয়েছে আরও ৯টি গান, যার মধ্যে আটটি গান লিখেছেন ও সুর করেছেন লোকশিল্পী সুবল সরকার।