বাংলাহান্ট ডেস্ক: জেনারেন বিপিন রাওয়াতের (bipin rawat) দূর্ভাগ্যজনক মৃত্যুতে শোকের আবহ দেশজুড়ে। অপরদিকে কিছু কিছু অংশে উৎসবে মেতেছে মানুষ। জেনারেলের আকস্মিক মৃত্যু উদযাপনে ব্যস্ত তারা। এতেই ক্ষব্ধ মনে নিজের ধর্ম ত্যাগ করলেন মালয়ালি ছবি পরিচালক আলি আকবর (ali akbar)। ইসলাম ধর্ম বদলে হিন্দু নাম গ্রহণ করেছেন তিনি।
গত বুধবার তামিলনাড়ুর নীলগিরিতে ভেঙে পড়ে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় জেনারেল ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরো ১৩ জনের। বলা বাহুল্য, দেশের জন্য এ এক অপূরণীয় ক্ষতি। রাওয়াতের শেষকৃত্যে বহু মানুষের চোখে এসেছে জল। আর সেখানেই কিছু কিছু মানুষ উল্লাসে মেতেছেন এই আকস্মিক ঘটনায়।
সবটা দেখে শুনে ক্ষুব্ধ আলি আকবর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় ইসলাম ধর্ম ত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নিজের জন্মগত ইসলাম ধর্ম ত্যাগ করলেন তিনি। আলি আকবর নামটাও বদলে ফেলেছেন তিনি। এখন তিনি রাম সিং। পরিচালক এও জানিয়েছেন, সমস্ত সিদ্ধান্ত স্ত্রীর সঙ্গে আলোচনা করেই নিয়েছেন তিনি। তাঁর স্ত্রীও ইসলাম ধর্ম ত্যাগ করতে চান। রাম সিং এখন নিজেকে শুধুই ভারতীয় বলে পরিচয় দেন।
‘দেশদ্রোহী’দের বিরোধিতার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মালয়ালি পরিচালক। নিজের বক্তব্যের প্রমাণ হিসেবে ভিডিওতে জেনারেল রাওয়াতের মৃত্যুর কিছু খবর শেয়ার করেছেন তিনি। সেখানে হাসির ইমোজি দিতে দেখা গিয়েছে বহু মানুষকে। উল্লেখ্য, এক সময় বিজেপির রাজ্য কমিটিতে ছিলেন মালয়ালি পরিচালক। তবে চলতি বছরের অক্টোবরেই গেরুয়া শিবির ছাড়েন তিনি।