বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বমানের স্টেশন হিসাবে গড়ে তোলা হবে আসানসোল রেল স্টেশনকে (Asansol Railways Station), এমনটাই জানালো ভারতীয় রেলওয়ে বোর্ড (Indian Railway Board)। এবার নবরূপে সাজিয়ে তোলা হবে আসানসোল রেল স্টেশনকে। আর এই কাজ করবে রেল নিজেই।
১৮৮৫ সালে তৈরি হওয়া পূর্ব রেলের অন্যতম পুরনো স্টেশন হল আসানসোল রেল স্টেশন। পূর্ব রেলের (Eastern Railway) চারটি ডিভিশন হাওড়া, শিয়ালদহ, মালদহ ও আসানসোলের মধ্যে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করেন। তবে আসানসোলেও যে খুব একটা কম যাত্রী ওঠানামা করেন তেমনটা নয়।
এবিষয়ে আসানসোল ডিভিশনের ডিআরএম (DRM) প্রেমানন্দ শর্মা জানিয়েছেন, ‘ভোপালের হাবিবগঞ্জ রেল স্টেশন বর্তমান সময়ে বিশ্বমানের স্টেশন। ইতিমধ্যেই অতিরিক্ত ডিআরএম মুকেশ কুমার মিনার-সহ রেলে ৫ আধিকারিক সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় কাজকর্ম, নকশা তৈরি করা যাবতীয় কাজ করবেন। তারপর সেই নকশাকে যদি কলকাতায় পূর্ব রেলের সদর দফতর অনুমতি দেয়, তবেই কাজ শুরু হবে’।
তিনি আরও বলেন, ‘একাধিক মানুষকে একসঙ্গে কাজের বরাত ভাগ করে দেওয়া হবে, যাতে করে অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ করা সম্ভব হয়। আগামী বছরের মে মাস থেকে কাজ শুরু করা হবে এবং আগামী ২ বছরের মধ্যেই আশা করা যাচ্ছে, তা শেষও করা সম্ভব হবে। এই বিষয়ে ৩ রা ডিসেম্বর চূড়ান্ত নির্দেশ আসার পর পূর্ব রেলকে চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ৩০০ থেকে ৫০০ কোটি টাকা খরচ হতে পারে এই প্রকল্পে’।