মুম্বইয়ে বসবে ভিকি-ক‍্যাটরিনার রিসেপশনের আসর, আমন্ত্রিতদের পাঠানো উপহারের ছবি ভাইরাল!

বাংলাহান্ট ডেস্ক: দিন কতক আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন ক‍্যাট‍রিনা কাইফ (katrina kaif) ভিকি কৌশল (vicky kaushal)। গত ৯ ডিসেম্ব‍র রাজস্থানে বিয়ে সেরেছেন তাঁরা। রাজকীয় সাজে, রাজকীয় আন্দাজে ৭০০ বছরের পুরনো কেল্লায় সাতপাক ঘুরেছেন তাঁরা। এবার পালা রিসেপশনের। আগেই জানা গিয়েছিল, রাজস্থান থেকে ফিরে মুম্বইতে একটি বড়সড় রিসেপশনের আয়োজন করছেন তাঁরা। ইতিমধ‍্যেই আমন্ত্রণ পত্র পাঠানো হয়ে গিয়েছে অতিথিদের।

সোশ‍্যার মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই আমন্ত্রণ পত্রের ছবি। শুধু আমন্ত্রণ পত্র নয়, বিভিন্ন সুন্দর জিনিসপত্রে ঠাসা, গোলাপি ফুলের তোড়ায় সাজানো একটি উপহারের বাক্স পাঠানো হয়েছে অতিথিদের। তবে অপর একটি সূত্রের খবর, এখনো পর্যন্ত কোনো  আমন্ত্রণপত্রই পাঠানো হয়নি কাউকে। যে উপহারের ছবি ভাইরাল হয়েছে সেটি আসলে মিডিয়ার লোকজনদের জন‍্য ভিক‍্যাটের তরফে পাঠানো উপহার।

IMG 20211210 184854
জানা যাচ্ছে, যারা বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তাদের জন‍্য ধন‍্যবাদ জ্ঞাপন করে একটি বিশেষ উপহারের বাক্স পাঠিয়েছেন ভিকি ক‍্যাটরিনা। সেই বাক্সে রয়েছে মোতিচুরের লাড্ডু, আতর, সুগন্ধি মোমবাতি, চারাগাছের বীজ, ফুলের সঙ্গে একটি ধন‍্যবাদ জানানো চিঠি।

https://www.instagram.com/viralbhayani/p/CXXvoegqGFE/?utm_medium=copy_link

এমন একটি চিঠি পেয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। উপহারের ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘নব বিবাহিতদের থেকে পাওয়া দেশি ঘিয়ের লাড্ডু। ক‍্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ধন‍্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা।’

ffsfs
ভিক‍্যাটের বিয়ের আগে নাম না করে সোশ‍্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছিলেন, ‘ছোট থেকে অনেক গল্পই শুনেছি ধনী, সফল পুরুষদের বয়সে ছোট মহিলাদের বিয়ে করার। মহিলারা যদি স্বামীর থেকে বেশি ধনী হতেন তাহলে সেটা একরকম পাপ হিসেবেই দেখা হত। আর বয়সে ছোট পুরুষকে বিয়ে করার কথা তো ছেড়েই দিন।

একটা বয়সের পর মহিলাদের বিয়ে করাটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এখন ধনী ও সফল মহিলারা, ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেত্রীরা সংষ্কার ভাঙছে দেখে ভাল লাগছে। গতানুগতিক ধারাকে বদলানোর জন‍্য পুরুষ ও মহিলা দুজনকেই কুর্নিশ।’

Niranjana Nag

সম্পর্কিত খবর