বাংলাহান্ট ডেস্কঃ স্যোশাল মিডিয়ায় ফের ভাইরাল (viral) হলেন বাদাম বিক্রেতা তথা ‘কাঁচা বাদাম’-র শ্রষ্ঠা ভুবন বাদ্যকর (vuban badyakar)। তবে এবার ‘কাঁচা বাদাম’ নয়, এবারে গাইলেন প্রখ্যাত শিল্পী গোষ্ঠগোপালের ‘ট্যাংরা তবু কাটন যায়’। আর এই গান গেয়েই আবারও অনুরাগীদের মন জিতে নিলেন ভুবনবাবু।
কিছুদিন আগেই যেমন সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল ‘মানিকে মাগে হিথে’, তেমনই বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ার রিলস থেকে শুরু করে রাস্তাঘাটে মানুষের মুখে মুখে এখন শুধুই ‘কাঁচা বাদাম’। নিজের লেখা, সুর দেওয়া গান গেয়েই বর্তমান সময়ে কোন সেলিব্রিটির থেকে কম নন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর।
জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর বাড়িতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। কখনও কেউ তাঁর সাক্ষাৎকার নিতে, আবার কখনও কেউ তাঁকে সাহায্য করতে। আবার সম্প্রতি সময়ে তাঁকে কলকাতায় গিয়ে পুরভোটে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তীর হয়ে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতেও দেখা গেল তাঁকে। সেইসঙ্গে দেখা করলেন মদন মিত্রের সঙ্গেও। নিজের আর্থিক দুরবস্থার কথা জানাতেই, তাঁকে সাহায্যের আশ্বাস দিলেন তৃণমূলের ‘কালারফুল বয়’।
তবে এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ভুবনবাবুকে দেখা গেল ‘কাঁচা বাদাম’ ছেড়ে বাউল গান গাইতে। সেখানে দেখা যায় রিপোর্টারের অনুরোধে প্রখ্যাত শিল্পী গোষ্ঠগোপালের ‘ট্যাংরা তবু কাটন যায়’ গানও গাইলেন ভুবনবাবু। তিনি বলেন, ‘আগে সব গানই গাইতাম, কিন্তু এখন বাদাম নিয়ে ব্যস্ত থাকার কারণে সবই ডিলিট হয়ে গিয়েছে’।
এরপর ভিডিওতে দেখা যায় ভুবনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ক্যামেরার সামনে তুলে ধরেন রিপোর্টার। আর সেইসঙ্গে সকলকে অনুরোধ করেন ভুবনবাবুকে সাহায্য করতে এগিয়ে আসতে।