নাবালিকা গৃহ পরিচারিকাকে বিবস্ত্র করে মারধোর, পুলিসের হাতে গ্রেফতার বলিউড অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নাবালিকা গৃহ পরিচারিকাকে (domestic help) নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হল এক বলিউড অভিনেত্রীকে। বছর ২৫ এর ওই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজের বাড়িতে কাজকর্মে সাহায‍্যের জন‍্য নাবালিকা পরিচারিকা রাখার। উপরন্তু তার উপর অত‍্যাচার করা হয় বলেও অভিযোগ উঠেছে। আপাতত মুম্বই পুলিসের হেফাজতে রয়েছেন ওই অভিনেত্রী।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ওই অভিনেত্রী মুম্বইয়ের ভারসোভার বাসিন্দা। আইনকে ফাঁকি দিয়ে এক নাবালিকা শিশুকে নিজের বাড়িতে কাজের জন‍্য রেখেছিলেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ‍্যে কাজ শেষ করতে না পারায় পরিচারিকাকে জোর করে বিবস্ত্র করে মারধোর করেন ওই উঠতি অভিনেত্রী।


নাবালিকা গৃহপরিচারিকা অভিযোগ করেছে, এটা প্রথম বার নয়। এর আগেও বহুবার ওই অভিনেত্রী তার উপরে মারধোর করেছে। কারণ হিসাবে বলা হয়েছিল, সে নাকি ঠিক মতো কাজ করেই। তবে কোনোবারই অভিযোগ করেনি ওই নিগৃহীতা নাবালিকা। কিন্তু এবারে অত‍্যাচার সীমা ছাড়ায়। মারধোরের পর ওই অভিনেত্রী তাকে পোশাক খুলতে বাধ‍্য করে। নাবালিকার ছবি ও ভিডিও তোলারও অভিযোগ রয়েছে উঠতি অভিনেত্রীর বিরুদ্ধে।

পায়ে পরার চটি দিয়ে তিনি মারেন বলে অভিযোগ করেছে ওই গৃহপরিচারিকা। মাথায় গভীর আঘাত পেয়েছে সে। হাসপাতালে চিকিৎসাও করাতে হয়েছে নাবালিকাকে। তার দিদি বোনকে আহত অবস্থায় দেখেই মুখ খোলার জন‍্য চেপে ধরে। সবটা শুনে দিদিই বোনকে নিয়ে থানায় আসে।

উঠতি অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩৫৪ র বি এবং পসকো আইনের ৫০৪ ধারায় এফআইআর দায়ের হয়েছে। ওই পরিচারিকা নাবালিকা তা জেনেশুনেই আইনকে ফাঁকি দিয়ে কাজে বহাল করেছিলেন অভিনেত্রী। সোমবার পর্যন্ত তাঁকে পুলিসি হেফাজতে রাখা হবে বলে জানা গিয়েছে।

X