পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ পেলেন দুর্গাপুরের মেয়র, প্রশ্ন করতেই মুখ খুললেন অগস্তিবাবু

বাংলাহান্ট ডেস্কঃ কখনও দল থেকে ইস্তফা দিতে চাইছেন প্রার্থী নিজেই, তো আবার কখনও দল নিজেই প্রার্থীকে ইস্তফা দিতে বলছে। কদিন ধরে এরকমই চিত্র দেখা যাচ্ছে তৃণমূলের (tmc) অন্দরে। এবার দুর্গাপুর কর্পোরেশনের মেয়র দিলীপ অগস্তিকে ইস্তফা দিতে বলল তৃণমূল। যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনইতিক মহলে।

তবে একদিকে যেমন দিলীপ অগস্তিকে ইস্তফা দেওয়ার নির্দেশ নিয়ে জলঘোলা চলছে, তেমনই আবার অন্যদিকে তাঁর পরিবর্তে নতুন মেয়র কে হবেন তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। কানাঘুষো শোনা যাচ্ছে বর্তমানে যিনি পশ্চিম বর্ধমানের তৃণমূল নেতা অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অর্থাৎ ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়কে দেওয়া যেতে পারে এই পদ।

ইস্তফা দেওয়ার নির্দেশর বিষয়ে দিলীপ অগস্তি জানান, ‘এই ধরণের কোন খবর আমার কাছে নেই। আমি এই বিষয়ে কিছুই জানি না’।

IMG 20210920 090746

কিছুদিন আগেই আবার চিটফান্ড কাণ্ডে এবার গ্রেফতার করা হল বর্ধমান (burdwan) পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে (pranab chatterjee)। বর্ধমান সানমার্গ চিটফান্ড কাণ্ডে প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিবিআই। চিটফান্ড কাণ্ডের তদন্তের সূত্র ধরেই বর্ধমানে হানা দিয়ে এবং এই পুরসভার প্রশাসকের বাড়িতেও হানা দেয় সিবিআইয়ের একটি দল।

প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংস্থার থেকে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। তবে এই বিষয়ে তাঁর স্ত্রী কিছুই জানেন না বলেই জানিয়েছেন। শুক্রবার সকালেই তাঁর বাড়িতে হানা দেওয়ার পর তাঁকে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে আদালতেও পেশ করা হয় এবং আদালতে তাঁকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশও দিয়েছে।

এবিষয়ে দিলীপ অগস্তিকে প্রশ্ন করতেই তিনি বলেন, ‘নানা এসবের মধ্যে চিটফান্ডের কোনও ব্যাপার নেই’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর