বাংলা হান্ট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় রেকর্ড গড়েছেন বাবর আজম। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি অধিনায়ক হিসেবে পাকিস্তানকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে শেষ ৪ ইনিংসের একটিতেও ২০ রানের গন্ডি পেরোতে পারেননি তিনি। এটি তার টি টোয়েন্টি কেরিয়ারের সবচেয়ে বাজে সময়। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও শূন্য রানে আউট হন বাবর।
ইনিংসের চতুর্থ বলে বাঁহাতি স্পিনার আকিল হোসেনের বলে আউট হন বাবর আজম। ২ বল খেলে ০ রান করে বোল্ড হন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারে ৬৬ টি ইনিংস খেলে, তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হয়েছেন বাবর। এর আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টিতেও চমক দেখাতে পারেননি বাবর। তিন ম্যাচে তারা মাত্র ৭, ১ ও ১৯ রান করতে পারে। অর্থাৎ শেষ ৪ ইনিংসে মাত্র ২৭ রান করতে পেরেছেন তিনি।
বাবর আজমের টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে, তিনি ৭১ ম্যাচের ৬৬ ইনিংসে ৪৫ গড়ে ২৫৩৪ রান করেছেন। তিনি একটি সেঞ্চুরি ও ২৪ টি হাফ সেঞ্চুরি করেছেন। অর্থাৎ ২৫ বার ৫০ রানের বেশি ইনিংস খেলেছেন। ১২২ রানের সেরা ইনিংস। এখন পর্যন্ত টি টোয়েন্টি আন্তর্জাতিকে সেঞ্চুরি করতে পারেননি বিরাট কোহলি। বাবরের সামগ্রিক টি টোয়েন্টি কেরিয়ারের কথা বলতে গেলে, এই ম্যাচের আগে, তিনি ১৯৬ ইনিংসে ৪৬ গড়ে ৭৩৮৫ রান করেছেন। হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি ও ৬৩টি হাফ সেঞ্চুরি।
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলের পারফরম্যান্স অবশ্য ভালো। দলটি ঘরের মাঠে দশম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে। দলটি এর মধ্যে ৮ টি জিতেছে এবং একটি সিরিজ হেরেছে। এমতাবস্থায় ওয়েস্ট ইন্ডিজকে জয় নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে।