বাংলাহান্ট ডেস্ক: পুরভোট আসতে আর কয়েকদিনই মাত্র আকি। ভোটের আগে শেষ রবিবারে প্রচারে কোনো খামতি রাখেনি নির্বাচনী দলগুলি। নির্বাচনী প্রচারে পথে নেমেছিলেন গায়ক নচিকেতা চক্রবর্তীও (nachiketa chakraborty)। তৃণমূলের হয়ে প্রচার করলেন তিনি।
আর প্রচারে নেমেই একের পর এক কটাক্ষের তীর ছুঁড়লেন বিজেপির দিকে। নচিকেতার দাবি, গেরুয়া শিবির ধর্মের জিগির তুলে ভোটে জেতার চেষ্টা করে। কর্মসূচী না, বিজেপির শুধু ধর্মসূচী রয়েছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। এমন ভাবে আগামী দশ বছরেও বাংলায় ক্ষমতায় আসতে পারবে না বিজেপি। গায়কের দৃঢ় বিশ্বাস, যারাই তাঁর গান শোনেন তারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবেন না।
পুরভোটে তৃণমূলের প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্তর হয়ে প্রচার সারলেন নচিকেতা। সঙ্গে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ও। গায়ক জানালেন, বাপ্পাদিত্যর সঙ্গে তাঁর পরিচয় দীর্ঘদিনের। খুব ভাল সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে। বাপ্পাদিত্যর প্রশংসা করে নচিকেতা জানান, তাঁর কাছে আগের কলকাতা ও এখনকার কলকাতা দুটোরই ছবি আছে। তুলনা করে দেখলেই বোঝা যাবে কতটা কাজ হয়েছে না হয়েছে।
বরাবরই স্পষ্ট কথা বলতে ভালবাসেন নচিকেতা। কোনো রকম রাখঢাক না করেই জানালেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। তাই তাঁর দলের হয়েই প্রচার করেছেন। আগেও একাধিক বার তৃণমূলের হয়ে প্রচারে নামতে দেখা গিয়েছে তাঁকে। উপরন্তু নচিকেতার দাবি, বাপ্পাদিত্যর ওয়ার্ডে প্রচুর উনয়নমূলক কাজও হয়েছে। উল্লেখ্য, এই ওয়ার্ডে নচিকেতার নামে একটি কফিশপও আছে।
গায়ক আরো জানিয়েছেন, তৃণমূলের ভোটপ্রচারে একটি বিশেষ অ্যালবাম প্রকাশিত হবে। সেখানে নাকি একসঙ্গে দেখা যাবে নচিকেতা ও বিধায়ক মদন মিত্রকে। দুজনের পরিচিতি অনেক দিনের। এই বিশেষ অ্যালবামে নচিকেতা গান গাইবেন এবং মদন মিত্র ভাষ্যপাঠ করবেন বলে খবর। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে এই বিশেষ গান।