বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা মুম্বাইতে দলের নেট সেশনের সময় বাম পায়ের পেশীতে দীর্ঘস্থায়ী আঘাত এবং তার হাতের আঙুলে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ থেকে বাদ পড়েছেন। ভারতের দক্ষিণ আফ্রিকা সফর ২৬শে ডিসেম্বর থেকে শুরু হবে, যেখানে তাদের ৩ ম্যাচের টেস্ট সিরিজ এবং একাধিক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে হবে। ১৬ই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রোহিতের বদলি হিসাবে নেওয়া হয়েছে ভারত ‘এ’ দলের অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল-কে, কিন্তু বড় প্রশ্ন হল সহ-অধিনায়ক হিসেবে রোহিত শর্মার পরিবর্তে কে আসবেন? ৩ জন খেলোয়াড় এই দৌড়ে এগিয়ে আছেন।
টেস্ট সিরিজে সহ-অধিনায়ক হওয়ার দৌড়ে লোকেশ রাহুলকে সবচেয়ে এগিয়ে বলে মনে করা হচ্ছে। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে লোকেশ রাহুলের জায়গা স্থির বলে মনে করা হচ্ছে। ওপেনিংয়ে নামতে পারেন লোকেশ রাহুল ও ময়ঙ্ক আগরওয়াল। ওপেনিংয়ের পাশাপাশি সহ-অধিনায়কের দায়িত্বও খেলতে প্রস্তুত রাহুল।
লোকেশ রাহুল ছাড়াও, রিশভ পন্থকেও টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হওয়ার দাবিদার হিসাবে বিবেচনা করা হচ্ছে। রিশভ পন্থ-কে প্রায়ই বোলারদের উইকেটকিপিংয়ের সময় পরামর্শ দিতে দেখা যায়। রিশভ পন্থ, আইপিএলে অধিনায়কত্ব করার সময়, দিল্লি ক্যাপিটালসকে এই বছর প্লে অফে নিয়ে গিয়েছিলেন। এমন পরিস্থিতিতে টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতে পারেন তিনি।
অন্য প্রতিযোগী হতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। অজিঙ্কা রাহানে সম্প্রতি সহ-অধিনায়কের ভূমিকা থেকে বাদ পড়েছেন কারণ একাদশে তার জায়গা নিশ্চিত নয়। তাই টেস্ট দলে অন্তর্ভুক্ত একমাত্র স্পিনার অশ্বিন সহ-অধিনায়কের দৌড়ে রয়েছেন। বিসিসিআইয়ের একটি অংশ মনে করে যে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারের কারণে তাকে এই সম্মানটা দেওয়া যেতেই পারে।