অবাক কান্ড! শিশ বাজিয়ে মাত্র ৩৯ সেকেন্ডেই পরিবেশন করলেন জাতীয় সঙ্গীত, ওয়ার্ল্ড রেকর্ড পল্লবের

বাংলাহান্ট ডেস্কঃ ইচ্ছাটা ছিল ছোট থেকেই, শিক্ষাও নিয়েছিলেন বাবা কাকাদের থেকে। আর গৃহবন্দি দশায় সেটাকেই সঙ্গী করে আজকের দিনে ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন জলপাইগুড়ির (jalpaiguri) পল্লব গোস্বামী (pallab goswami)। শিশ বাজিয়ে মাত্র ৩৯ সেকেন্ডেই পরিবেশন করলেন দেশের জাতীয় সঙ্গীত। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে গোটা পরিবারে।

জলপাইগুড়ির ফণীন্দ্র দেব বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং জলপাইগুড়ি জেলা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ইতিহাস অনার্সের ছাত্র হলেন পল্লব গোস্বামী। ছেলেবেলা থেকেই গানবাজনা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখতেন পল্লব। আর এবারে তা সত্যিও হল।

pallab

মাথাভাঙ্গার পারডুবির কৃষি ফার্মের এগ্রিকালচার এক্সটেনশন অফিসার প্রণব গোস্বামী হলেন পল্লবের বাবা এবং শর্মিলা গোস্বামী একজন গৃহবধূ। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মাও। পল্লবের বাবা জানায়, ‘চাকরির কারণে অনেক ভোরেই তাঁকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। কিন্তু লকডাউনে ছেলের এই প্রতিভার কথা জানতে পেরে ওকে উৎসাহ দিই অনেক। আমি চাই ছেলে আরও নাম করুক, গিনেস বুকে নাম উঠুক’।

নিজের বিষয়ে পল্লব বলেন, ‘কিছু করে দেখানোর ইচ্ছে তো ছিলই। তবে লকডাউনে সেটাকে কাজে লাগাই। বাড়িতে বসে সময় কাটানোর জন্য শিশ বাজিয়ে গান করতাম। আগে থেকেই এই বিষয়টা আমার ভালো লাগত, তবে এতেই যে এতো বড় সাফল্য পাব তা কোনদিন ভাবিনি। নিজের জেলার নাম তথা দেশের নাম উজ্জ্বল করতে পেরে স্বপ্ন সত্যি হয়েছে। এরপর এই বিষয়টা নিয়েই এগিয়ে যেতে চাই’।

পল্লব প্রথমে শিশ দিয়ে ৩৯ সেকেন্ডে জাতীয় সঙ্গীত প্রবেশনের একটি ভিডিও রেকর্ড করেন। তারপর সেটা বিভিন্ন জায়গায় পাঠান। যার ফলেই হাইরেঞ্জ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ইন্টারন্যাশানাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং ম্যাজিক বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিয়েছেন পল্লব। এবারে তাঁর লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।


Smita Hari

সম্পর্কিত খবর