বাংলাহান্ট ডেস্ক: রোজকার ব্যস্ততা শুটিং সেটে। খলনায়িকার ষড়যন্ত্র থেকে বাঁচতে লড়াই চালাচ্ছে নায়িকা। টানটান উত্তেজনা সেট জুড়ে। তার মধ্যে আচমকা সেটে হাজির নচিকেতা চক্রবর্তী (nachiketa chakraborty)। ‘রাজশ্রী’কে খুঁজতে এসেছেন তিনি। গায়ককে দেখে শুটিং বন্ধ করে অভিনেতা অভিনেত্রীরা ছুটলেন ছবি তোলার জন্য।
হ্যাঁ, এমনি কাণ্ড ঘটেছে ‘কড়িখেলা’র (korikhela) সেটে। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কড়িখেলা’। সেখানেই আচমকা রাজশ্রীর খোঁজ খোঁজ করতে করতে হাজির নচিকেতা। না না, এই রাজশ্রী তাঁর গানের নায়িকা নন যার জন্য অস্ট্রেলিয়ায় মুদ্রাস্ফীতি হয়েছিল। ইনি রাজশ্রী ভৌমিক, অর্থাৎ কড়িখেলায় পারমিতার খুড়শাশুড়ি সুতপা। মেয়ে ধানসিঁড়িকে নিয়ে নাকি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নচিকেতা।
কিন্তু রেকর্ডিং স্টুডিও ছেড়ে হঠাৎ শুটিং সেটে কেন নচিকেতা? তবে কি অভিনয়ছ হাত পাকাতে চাইছেন তিনি? সংবাদ মাধ্যমের প্রশ্ন এক ঝটকায় উড়িয়ে দিয়ে গায়ক জানালেন, কখনো না। নিজের মিউজিক ভিডিওর জন্য যতটুকু দরকার ততটুকুই। তার বেশি একেবারেই নয়।
তবে কড়িখেলায় তাঁর আগমন কী হেতু? নচিকেতা জানান, কিছু কাজের জন্যই রাজশ্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে কাণ্ডকারখানা দেখে আপ্লুত নচিকেতা। জানালেন, এখানে না আসলে তিনি ভাবতেই পারতেন না আজো এতটা জনপ্রিয় তিনি।
https://www.instagram.com/twarita.chatterjee.1/p/CXdK5iRFzDC/?utm_medium=copy_link
নচিকেতাকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেননি সিরিয়ালের অনি, শুভ্রারা। নীল চট্টোপাধ্যায় নচিকেতার সঙ্গে একটি সেলফি শেয়ার করে লিখেছেন, ‘যখন সময় থমকে দাঁড়ায়’। ছবি তুলেছেন ত্বরিতা চট্টোপাধ্যায়ও। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছোটবেলা’। মুহূর্তে ভাইরাল সমস্ত ছবি।
https://www.instagram.com/p/CXdKTxeBLp3/?utm_medium=copy_link
প্রসঙ্গত, আগামীকালই মুক্তি পাচ্ছে নচিকেতা ও মদন মিত্রের ডুয়েট গান। আসন্ন পুরভোটের কথা মখথায় রেখেই সবুজ শিবিরের জন্য তৈরি হয়েছে ‘খেলার গান’। পুরভোটের ঠিক আগে আগে ১৬ ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে মদন মিত্র ও নচিকেতার গাওয়া এই গান।
জানা যাচ্ছে, গানের ভাবনা অভিজিৎ পালের। তিনি নাকি প্রথমে মদন মিত্রকেই শুনিয়ে ছিলেন গানটি। বিধায়ক সবুজ সংকেত দিতেই গানের রেকর্ডিং শুরু হয়। তবে নচিকেতার সঙ্গে গাইতে হবে শুনে নাকি প্রথমটা হকচকিয়ে গিয়েছিলেন মদন মিত্র। যদিও পরে নিজের অংশটি বেশ ভালভাবেই উতরে দিয়েছেন তিনি। বিধায়ককে ‘ট্রেনিং’ দিয়েছেন নচিকেতা স্বয়ং।