বাংলাহান্ট ডেস্ক: শেষের পথে ‘শ্রীময়ী’ (sreemoyee)। আর মাত্র তিনদিন, তারপরেই বিদায় নেবে শ্রীময়ী, অনিন্দ্য, জুন আন্টিরা (jun aunty)। রোহিত সেন তো ইতিমধ্যেই ছেড়ে চলে গিয়েছেন শ্রীময়ীকে। মারণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রোহিতের। স্বামীকে আঁকড়ে শ্রীময়ীর কান্না দেখে চোখের কোল ভিজেছে দর্শকদের। মন খারাপ অভিনেতা অভিনেত্রী, কলাকুশলীদেরও।
আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী বলেন, সবটাই অভিনয়। কিন্তু তবুও কত জীবন্ত! শ্রীময়ীর কান্না দেখে সেটের সবারই চোখে জল এসেছে। ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রোহিত শ্রীময়ী। রোহিতের মৃত্যুটা মেনে নিতে কষ্ট হচ্ছে উষসীরও। আবার একই সঙ্গে চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়েরও প্রশংসা করেছেন তিনি। বিয়োগান্তক গল্প দেখিয়েও মানুষের ভালবাসা পাওয়া যায় সেটাই দেখিয়ে দিয়েছেন তিনি।
রোহিত সেনকে হারিয়ে উন্মাদ হওয়ার জোগাড় শ্রীময়ীর। সিঁদুর মুছে দেওয়া হয়েছে তাঁর। কখনো বলছেন, সৌখিন রোহিত সেনের মরদেহতেও একটু পারফিউম লাগিয়ে দেবেন। ঘরেও সর্বক্ষণ পারফিউম লাগিয়ে রাখতে ভালবাসতেন তো। পরক্ষণেই হাহাকার, “চলেই তো গেল, ধরে তো রাখতে পারলাম না!”
এমনকি প্রাক্তন স্ত্রীর অবস্থা দেখে বাক্যহারা অনিন্দ্যও। চলতি সপ্তাহেই শেষ হচ্ছে শ্রীময়ী। গল্পের শেষে রোহিত সেনের মৃত্যু কয়েকটি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে দর্শকদের? শ্রীময়ীর এবার কী হবে? সে কি একাই থাকবে? নাকি আবারো ফিরবে অনিন্দ্যর কাছে? জুন আন্টির বদল কি দেখতে পাবে দর্শকরা?
উষসী জানালেন, প্রত্যেকবার শ্রীময়ীর হাত ধরে ফিরে এসেছে জুন। এবার সবার প্রশ্ন, শেষ লগ্নে কি উলটোটা দেখা যাবে? কিন্তু এর উত্তর উষসীর কাছেও নেই। তিনি জানালেন, সবটাই লীনা গঙ্গোপাধ্যায়ের হাতে। তিনি যেটা লিখবেন সেটাই হবে।
১৯ ডিসেম্বর শ্রীময়ী বিদায় নেবে বাঙালির টেলিভিশন থেকে। সঙ্গে বিদায় নেবে জুন আন্টিও। খল চরিত্রও যে এতটা জনপ্রিয় হতে পারে তা জুন আন্টিকে না দেখলে জানাই যেত না। তবে আপাতত ছোটপর্দার থেকে বেশ কিছুদিন দূরে থাকবেন উষসী। জুন আন্টির খোলস ছেড়ে বেরোতে হবে। কিছুদিন অভিনয় থেকেই দূরে থাকবেন তিনি। সিনেমা, সিরিজে অভিনয় করবেন টুকটাক। তারপর পছন্দসই চরিত্র পেলে ফের ফিরবেন ছোটপর্দায়।