লকেটের নামে ‘নিখোঁজ’ পোস্টার এলাকায়, খবর ছড়াতেই মুখ খুললেন খোদ সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ এবার নিখোঁজ পোস্টার পড়ল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) নামে। পোস্টারে ছেয়ে গেল হুগলির পাণ্ডুয়া। এই ঘটনার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি সাংসদ।

বর্তমান সময়ে বিজেপির থেকে কিছুটা দূরে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তাঁকে দেখা যায়নি সিঙ্গুরে দলের কিষাণ মোর্চার ধর্না মঞ্চেও। এরপরই বিজেপি সাংসদের নামে পড়ল ‘নিখোঁজ’ পোস্টার। এই বিষয়ে আবার তৃণমূলের পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন, ‘রাজনীতির লোক নয়, সাধারণ মানুষই এমন কাজ করেছেন। নির্বাচনে জেতার পর থেকে একবার এলেও, তারপর থেকে তাঁকে আর দেখা যায়নি। স্বতঃস্ফূতভাবেই মানুষ তাঁকে খুঁজছে। তবে বলব, যারাই এই পোস্টার লাগিয়েছে, আরো আগেই এটা করা উচিৎ ছিল তাঁদের’।

bdbcb

ঘটনার দিন সকালে পাণ্ডুয়ায় বিডিও অফিস, পঞ্চায়েত অফিস-সহ বেশ কয়েকটি এলাকায় ‘নিখোঁজ’ পোস্টার পড়তে দেখা যায় লকেট চট্টোপাধ্যায়ের নামে। সেখানে দেখা যায়, ‘নিখোঁজ সাংসদ লকেট চট্টোপাধ্যায় সন্ধান চাই’ লেখা রয়েছে।

বর্তমান সময়ে উত্তরাখণ্ডে রয়েছেন বিজেপির এই সাংসদ। আর সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠে তিনি বলেন, ‘অন্য কোন রাজ্যের নির্বাচনের সময় আমরা তাঁদের পাশে থাকি। আমি যে দলের কাজ করছি সেটা সবাই জানে। দলের দেওয়া দায়িত্ব, আমার কর্তব্য সুন্দরভাবে পালন করা। বাংলার মানুষ খুব ভালো করেই জানে এটা তৃণমূলের চক্রান্ত, আর আমাদের নেতা কর্মীরা ঠিক এর জবাব দেবেন’।

প্রসঙ্গত, তৃণমূলের রত্না দে নাগ-কে ২০১৯ লোকসভা ভোটে হারিয়ে সাংসদ নির্বাচিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তবে একুশের বিধানসভা নির্বাচনে বিধায়ক পদে দাঁড়ালেও, পরাজিত হন লকেট।

Smita Hari

সম্পর্কিত খবর