চাকরি খুঁজছেন? রইল সরকারি চাকরির সন্ধান। ভারতীয় পোস্ট অফিসের (India Post) বিহার সার্কেলে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এই চাকরির ক্ষেত্রে বিহার পোস্টাল সার্কেলে মোট 60 টি শূন্যপদ নিয়োগ করা হবে। যার মধ্যে সহকারী পদে 31টি, বাছাই সহকারী পদে 11টি, পোস্টম্যানের পদে 5টি এবং মাল্টি টাস্কিং স্টাফের জন্য 13টি পদ অন্তর্ভুক্ত রয়েছে। এই চাকরির নিয়োগ মূলত ক্রীড়া কোটার অধীনে করা হচ্ছে যাতে রাজ্য স্তর বা জাতীয় স্তর বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রার্থীরা ইন্ডিয়া পোস্টে নিয়োগের জন্য আবেদন করতে পারেন।
জেনে নিন, এই চাকরিতে আবেদনের সমস্ত খুঁটিনাটি-
১) সমস্ত আগ্রহী প্রার্থীকে বিহার পোস্টাল সার্কেল নিয়োগের জন্য 31শে ডিসেম্বর 2021 তারিখে বা তার আগে আবেদন করতে হবে। যদিও আবেদনের ফি জমা দেবার শেষ তারিখ 21 ডিসেম্বর 2021।
২) শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে ডাক সহকারী, বাছাই সহকারী এবং পোস্টম্যান পদে নিয়োগের জন্য প্রার্থীকে একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে। আর দশম শ্রেণী পাস হলে মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও, প্রার্থীর স্থানীয় ভাষায সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে।
৩) বয়স- ডাক সহকারী, বাছাই সহকারী এবং পোস্টম্যান পদে নিয়োগের জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 27 বছর। আবার মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।
৪) বেতন- ভারতীয় পোস্টে ডাক সহকারী এবং বাছাই সহকারী পদের জন্য নির্বাচিত প্রার্থীদের বেতন ম্যাট্রিক্স লেভেল 4-এর অধীন অনুযায়ী প্রতি মাসে বেতন 25500 টাকা থেকে 81100 টাকা পর্যন্ত দেওয়া হবে। পোস্টম্যান পদের জন্য 21700 টাকা থেকে 69100 টাকা এবং মাল্টি-টাস্কিং স্টাফের জন্য বেতন 18000 থেকে 56900 টাকা দেওয়া হবে।
৫) সময়সীমা- যারা আবেদন করবেন তাদের বিহার পোস্টাল সার্কেল নিয়োগ 2021-এর জন্য প্রয়োজনীয় নথিপত্র স্পিড পোস্ট বা নিবন্ধিত পোস্টের মাধ্যমে 31শে ডিসেম্বর 2021 এর মধ্যে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
৬) আবেদনের ফি- প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 100 টাকা।
৭) বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারী প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।