৩ বছরের সম্পর্ক ভাঙল প্রেমিক, ফোন করে ডেকে বুকে গুলি চালালো প্রেমিকা

বাংলাহান্ট ডেস্কঃ তিন বছরের সম্পর্ক শেষে প্রেমিকাকে ফিরিয়ে দিল প্রেমিক। প্রেমে প্রত্যাক্ষিত হয়ে ভাঙা মন নিয়ে অনেক দূরে চলে যায় প্রেমিকা। কিন্তু কদিন পর আবারও ফিরে আসে প্রেমিকের কাছে। চুম্বন করে ভালোবাসা জাহির করার মাঝেই ওয়ান শাটার বন্দুক ধরে প্রেমিকের বুকে। চালায় গুলি। অল্পের জন্য রক্ষা পেয়ে যায় প্রেমিক।

কি ভাবছেন, কোন সিনেমার দৃশ্যপট বর্ণনা করছেন সাংবাদিক? একেবারেই নয়, বাস্তবে ঠিক এমনই রোমহর্ষক ঘটনা ঘটল খোদ বাংলার মাটিতে। সাক্ষী থাকল কাটোয়াবাসী (katwa)। প্রেমিক পুলিশের দারস্থ হতেই, ফোনের টাওয়ার লোকেশন দেখে প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ।

ways to get him back after a breakup

স্থানীয় সূত্রে খবর, প্রায় বছর তিনেকের সম্পর্ক ছিল কাটোয়ার কেশিয়া মাঠপাড়ার যুবক লাল চাঁদ শেখের সঙ্গে বাগানে পাড়ার মনীষা খাতুনের মধ্যে। কিন্তু লাল চাঁদ বিয়েতে আপত্তি করায় কর্মসূত্রে ঝাড়খণ্ড চলে যায় মনীষা। যোগাযোগ ছিল না পরিবারের সঙ্গেও। এরপর মঙ্গলবার আচমকাই লাল চাঁদকে ফোন করে দেখা করার অনুরোধ করে মনীষা।

এরপর প্রাক্তন প্রেমিকার ডাকে বুধবার রাত সাড়ে ৮ টা নাগাদ সার্কাস ময়দানের কাছে একটি গলিতে মনীষার সঙ্গে দেখা করেন লাল চাঁদ। প্রথমে প্রাক্তন প্রেমিককে কাছে পেয়ে তাঁকে চুম্বন করে মনীষা। আর তারপরই লাল চাঁদের বুকে ধরে ওয়ান শাটার বন্দুক। মনীষার অভিসন্ধি বুঝতে পেরেই তাঁকে ঠেলে দূরে সরিয়ে দেয় লাল চাঁদ। সেখান থেকে লাল চাঁদ পালিয়ে যেতেই তাঁকে লক্ষ্য করে গুলি লাচায় মনীষাও। অল্পের জন্য রক্ষা পেয়ে যায় লাল চাঁদ। বন্দুকের গুলি তাঁর গায়ে থাকা জ্যাকেট ছুঁয়ে বেরিয়ে যায়।

ঘটনার পরবর্তীতে মনীষার ফোনের টাওয়ার লোকেশন দেখে তাঁকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ এবং জিজ্ঞাসাবাদ চলছে।

Smita Hari

সম্পর্কিত খবর