রোহিতের হাতে এই দুই ক্রিকেটারের ভাগ্য, হিটম্যানই পারেন কেরিয়ার বাঁচাতে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত গোটা বিশ্বকে অনেক তারকা ক্রিকেটার উপহার দিয়েছে। এখন ভারতীয় ওয়ান ডে দলের নেতৃত্ব তারকা ক্রিকেটার রোহিত শর্মার হাতে। নতুন অধিনায়কের আগমনে দলে অনেক পরিবর্তন আসতে বাধ্য। এমন অনেক খেলোয়াড় আছে, গত কয়েক বছরে বিরাট কোহলির অধিনায়কত্বে তেমন সুযোগ হয়নি। এমতাবস্থায় রোহিত শর্মাকে দলে সুযোগ দিয়ে তার কেরিয়ারের ডুবন্ত জাহাজ বাঁচাতে পারেন। দক্ষিণ আফ্রিকা সফরে এই ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। আসুন জেনে নেই এই খেলোয়াড়দের সম্পর্কে।

ভারতীয় দলের হয়ে খেলা কুলদীপ যাদব দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন। তার বলগুলিতে সেই রহস্য আর দেখা যায় না, যার জন্য তিনি পরিচিত। প্রতিপক্ষের ব্যাটাররা খুব সহজেই তাকে খেলে দিচ্ছে। 2021 সালের টি টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পাননি এই বোলার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও কুলদীপকে বাইরের পথ দেখানো হয়েছে। অনেকদিন তার ছন্দে দেখা যাচ্ছে না। তার জায়গায় ভারতীয় দলে সুযোগ পেয়ে গিয়েছেন একাধিক তরুণ প্রতিভাবান বোলার।

কুলদীপ যাদব ২২ টি-টোয়েন্টি ম্যাচে ৪১ টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি ৪৫ টি আইপিএল ম্যাচ খেলেছেন যাতে তার ৪০টি উইকেট রয়েছে। কুলদীপের ওডিআই ক্যারিয়ারও উজ্জ্বল। ৬৫ টি ওয়ানডেতে তিনি ১০৭ টি উইকেট নিয়েছেন। এই পরিসংখ্যানই কুলদীপ যাদবের প্রতিভা মূল্যায়নের জন্য যথেষ্ট। টি টোয়েন্টি ফরম্যাটেও তার ইকোনমি রেট ৮-এর কম।

Kuldeep

অনেকদিন ধরেই ছন্দে দেখা যাচ্ছে না শিখর ধাওয়ানকে। তার ব্যাট থেকে রান বের হচ্ছে না। খুব খারাপ ফর্মের সঙ্গে লড়াই করছেন তিনি। তার জন্য রান করাটা লোহার ছোলার মতো হয়ে গেছে। তার বয়স ৩৬ বছর, বয়সের প্রভাবও তার ফর্মে দেখা যাচ্ছে। এই বয়সে অনেক ক্রিকেটারই অবসর নেন। তার ব্যাটিংয়ে সেই ধার দেখা যায় না, যার জন্য তিনি পরিচিত। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা পাননি ধাওয়ান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তার কথা বিবেচনাতেও আনা হয়নি

dhawan fb

এখন পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার জন্য ওয়ানডে সফর ঘোষণা করা হয়নি, তাই ঘরোয়া ক্রিকেটে ভালো কিছু করে দেখালে হয়তো এই দুই ক্রিকেটার-কে নিয়ে নির্বাচকরা ভেবে দেখতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধাওয়ানের পারফরম্যান্স বরাবরই ভালো। ফর্মে ফিরে পেলে ব্যাট হাতে বিস্ময় দেখাতে পারেন তিনি। ওপেনিং করে ভারতের হয়ে অনেক ম্যাচ জিতেছেন রোহিত ও শিখর। সেই সঙ্গে কুলদীপ যদি ছন্দে আসে, তাহলে সেটা ভারতের জন্য খুবই উপকারী হবে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর