ছাদে ছাদে চলছে প্রেম! করোনা আক্রান্ত করিনাকে কাছে না পেয়ে হাঁসফাঁস সইফের

বাংলাহান্ট ডেস্ক: করোনা ধরা পড়েছে করিনা কাপুর খানের (kareena kapoor khan)। রাত জেগে পার্টি করার মাশুল ভোগ করছেন তিনি এখন। সোমবার প্রকাশ‍্যে এসেছে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর। তারপর থেকে আইসোলেশনেই রয়েছেন বেবো। এদিকে করুণ অবস্থা স্বামী সইফ আলি খানের (saif ali khan)।

স্ত্রী করোনা আক্রান্ত হলেও সৌভাগ‍্যক্রমে তিনি সুস্থই আছেন। তিনি যতদিন না করিনার করোনা রিপোর্ট নেগেটিভ আসছে ততদিন তিনি স্ত্রীর কাছে যেতে পারবেন না। বাধ‍্য হয়ে ছাদে ছাদেই চলছে দুজনের প্রেম। ভাবছেন সেটা কেমন করে? আসলে করিনা রয়েছেন ঘরে বন্দি। পাশের একটি বাড়ির ছাদে এসে স্ত্রীর সঙ্গে দেখা করে যাচ্ছে সইফ। সঙ্গে বাড়ির আরো কয়েকজন কর্মচারী। চা খেতে খেতে স্ত্রীর সঙ্গে কথা চালাচ্ছেন সইফ।

ctuvv6e8 kareena kapoor

সেই ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন করিনা। সঙ্গে লিখেছেন, ‘আচ্ছা, তাহলে করোনাকালেও আমরা ভালবাসার মধ‍্যে আছি। ভুলে যেও না কেউ! করোনা কিন্তু লুকিয়ে রয়েছে!’ করিনা সইফের এই প্রেমের ছবি ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

উল্লেখ‍্য, করিনার সঙ্গে সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন তাঁর তিন বান্ধবী অমৃতা অরোরা, মাহিপ কাপুর এবং সীমা খান। বিএমসির অভিযোগ, প্রথমে নাকি করিনা স্বীকারই করতে চাননি ব‍্যাপারটা। অনেক বার জিজ্ঞাসা করার পর অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়, সইফ আলি খান নাকি এই মুহূর্তে মুম্বইতে নেই। গত এক সপ্তাহ ধরেই নাকি মুম্বইয়ের বাইরে রয়েছেন তিনি। তবে আপাতত মুম্বইয়ে ফিরে এসেছেন সইফ।

kareenakapoorkhan41597230529
গত ৮ ডিসেম্বর করন জোহরের (karan johar) একটি পার্টিতে যোগ দিয়েছিলেন করিনা, অমৃতা, সীমা, মাহিপরা। সীমাই প্রথম করোনা আক্রান্ত হন বলে খবর। তারপর একে একে সংক্রমণ ছড়ায় অন‍্যদের মধ‍্যে। উল্লেখ‍্য, করনের ওই পার্টিতে আলিয়া ভাট, মালাইকা অরোরা ও অর্জুন কাপুরও উপস্থিত ছিলেন। তবে করন স্পষ্ট জানিয়েছেন দুবারই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। উপরন্তু পরিচালকের দাবি, তাঁর বাড়ির পার্টি থেকে নাকি করোনা ছড়ায়নি।

Niranjana Nag

সম্পর্কিত খবর