বেডিংপত্র নিয়ে জমিয়ে বসেছে শীত, বর্ষশেষের উৎসবে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

বাংলাহান্ট ডেস্কঃ বর্ষশেষে ক্যালেন্ডার জানাচ্ছে এসে গিয়েছে পৌষমাস। জাঁকিয়ে, কনকনে, হাড়কাপানো ঠান্ডা এবার অনুভূত হবে সব একসঙ্গেই। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, আকাশ পরিস্কার থাকলেও, বইবে ঠান্ডা উত্তুরে হাওয়া। তাপমাত্রা হ্রাস বৃদ্ধিতে ঠান্ডার পারদ ওঠা নামা করবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত দুই বছর করোনা আবহে মন খুলে বড়দিন, বছর শেষ এবং বর্ষবরণের উৎসবে সামিল হতে পারেনি দেশবাসী। তবে এবার সংক্রমণের মাত্রা বেশ কম, উৎসবের দিকেই রয়েছে পাল্লা ভারী। তাই এবার জাঁকিয়ে শীতের মধ্যেও উৎসবের জন্য প্রস্তুত হচ্ছে মানুষজন।

trains 1515308445

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা26° C
সর্বনিম্ন তাপমাত্রা16° C
আদ্রতা81%
বাতাস10 km/h
মেঘে ঢাকা51%

আজকের আবহাওয়া:
আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ এবং রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

India winters AFP

উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া:
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা বর্তমানে বাংলায় আর নেই বললেই চলে। বাংলার আবহাওয়ার ক্যালেণ্ডার জুড়ে এখন শুধুই বিরাজ করবে শীত আর শীত। সময় হয়েছে দুপুর রোদে টান টান হয়ে বসে রোদ পোহানোর, সেইসঙ্গে পিঠে পুলি খাওয়ার। লেপ, কম্বল ইতিমধ্যেই আলমারি থেকে জায়গা করে নিয়েছে মানুষের বিছানায়। এখন সময় ঘুরতে যাওয়ার, পিকনিকের।

আগামীকালের আবহাওয়া:
আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে আবছা রোদ ও রাতের দিকে আবছা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর