অশ্বিনের কারণে ধ্বংস হয়েছে এই মিস্ট্রি স্পিনারের কেরিয়ার, খুব শীঘ্রই করতে পারে অবসরের ঘোষণা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার বিষাক্ত স্পিন বোলিংয়ের জন্য সারা বিশ্বের ব্যাটারদের কাছে আতঙ্ক। তিনি বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতের এক নম্বর বোলার। তবে এই পরিস্থিতি একদিনে আসেনি। ধীরে ধীরে নিজেকে এভাবে গড়ে তুলেছেন অশ্বিন। একসময় শুধু টার্নিং ট্রাকেই নিজের জাদু দেখাতে সক্ষম অশ্বিন আজ যে কোনও পিচে বল হাতে নিজের জাদু দেখাতে সক্ষম। তবে তার দলে জায়গা নিশ্চিত করায় আর এক কিংবদন্তি চিরকালের মতো ভারতীয় দলে জায়গা হারিয়েছেন।

ভারতের রহস্য স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, মহেন্দ্র সিং ধোনির হাতে করে হয়ে উঠেছিলেন বিখ্যাত। তিনি যখন প্রথম ভারতীয় ক্রিকেট দলের অংশ হয়েছিলেন তখন হরভজন সিং দলের নিয়মিত বোলার ছিলেন। কিন্তু প্রতিভার কারণে ধোনি অশ্বিনকে ক্রমশ দলের এল নম্বর স্পিনার করে তুলেছিলেন। সেই সঙ্গে অফফর্মের কারণে কিছুটা হলেও উপেক্ষিত হতে থাকেন হরভজন। একে একে টি টোয়েন্টি এবং ওয়ান ডে দল থেকেও বাদ পড়তে হয় ভাজ্জিকে। সেই সুযোগে অশ্বিন নিজের জায়গা আরও পাকা করেন।

ashwin harbhajan

অথচ তার আসার আগে অবধি হরভজন ছিলেন অনেকের কাছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা অফস্পিনার। তার নিয়ন্ত্রিত অফস্পিন এবং দুসরা-র সামনে সমস্যায় পড়েনি এমন ব্যাটার খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু অশ্বিন ক্রমে ক্রমে বুঝিয়ে দিতে থাকেন যে তিনি পারফরম্যান্সের মাধ্যমে সেই জায়গাটি ছিনিয়ে নিতে চলেছেন।

হরভজন সিং ২০১৫ সাল থেকে টেস্ট দলের বাইরে রয়েছেন। বিরাট কোহলির অধিনায়কত্বেও খুব বেশি খেলার সুযোগ পাননি। মাঝে অশ্বিনও অফর্মের কারণে দলের থেকে ছিটকে গেলেও সম্প্রতি দলে ফিরে ফের ভারতীয় দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন। হরভজন যেখানে ভারতের হয়ে ১০৩ টি টেস্ট ম্যাচে ৪১৭ টি উইকেট নিয়েছিলেন। সেখানে অশ্বিন তার রেকর্ড ভাঙলেন মাত্র ৮০ ম্যাচে। বলাই বাহুল্য তার উত্থানই টার্বুনেটরের জাতীয় দলে ফেরার রাস্তা বন্ধ করে দিয়েছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর