পৌষ মাস পড়তেই কমতে শুরু করেছে সোনার দাম, ভিড় উপছে পড়ছে দোকানগুলোতে

বাংলাহান্ট ডেস্কঃ পৌষ মাস পড়তে না পড়তেই কমতে শুরু করল সোনার দাম (gold price)। মলমাস বলে শুভ অনুষ্ঠানে বাধা থাকলেও, সোনা কিনতে তো আর বাধা নেই। তাই সোনালি ধাতুর দাম কমতে না কমতেই হুড়মুড়িয়ে ভিড় দেখা গেল সোনার দোকানগুলোতে।

শনিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

silver gold price on 18 th november in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে গতকাল ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৪৭৯৫০ টাকা। আর আজকের দিনে গহনা সোনার দাম (today’s gold price) দাঁড়িয়েছে ৪৭৮৫০ টাকা। পাশাপাশি ১ গ্রামের দাম ৪৭৮৫ টাকা।

২৪ ক্যারেটের ক্ষেত্রে গতকাল ১০ গ্রামের দাম ছিল ৫০৬৫০ টাকা। তবে বৃহস্পতিবার দাম দাঁড়িয়েছে ১০ গ্রামের ৫০৫৫০ টাকা এবং ১ গ্রামের ৫০৫৫ টাকা।

a78d36c2b978aaa89162f03556fdb7bd

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৮৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫২২০০ টাকা এবং ১ গ্রামের ৫২২০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৫৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৭০ টাকা।

DR SILVER WEB BANNER

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬২.২০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬২২ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর