অপেক্ষার অবসান, গোপন হানিমুন থেকে বিশেষ ছবি শেয়ার করলেন ক‍্যাটরিনা

বাংলাহান্ট ডেস্ক: শেষ হয়েও হচ্ছে না শেষ। বিয়ের পর এক হপ্তার বেশি হয়ে গিয়েছে ভিকি (vicky kaushal) ক‍্যাটরিনার (katrina kaif)। ছোট্ট হানিমুন সেরে নিজের নিজের ছবির কাজেও ব‍্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। তবুও ভিক‍্যাট জুটির বিয়ে নিয়ে চর্চা থামার নাম নেই। বরং বলা ভাল, থামতে দিচ্ছেন না তাঁরাই। এই যেমন সপ্তাহান্তে হানিমুনের একটি বিশেষ ছবি শেয়ার করেছেন ক‍্যাটরিনা। সঙ্গে সঙ্গে লাইমলাইটে ভিক‍্যাট।

হানিমুন থেকে মেহেন্দির রঙে রঞ্জিত হাতের ছবি শেয়ার করেছেন ক‍্যাট। বিয়ের ঠিক পরপরই হানিমুনে উড়ে গিয়েছিলেন তাঁরা। তাই শ্বশুরবাড়ির রীতিকে সম্মান করে সর্বক্ষণ চূড়া পরে রেখেছিলেন অভিনেত্রী। ব‍্যাকগ্রাউন্ডে সমুদ্রসৈকতের বালি ও ঢেউ দেখা যাচ্ছে। ক‍্যাপশনে একটি হৃদয়ের ইমোজি দিয়েছেন ক‍্যাটরিনা। ছবি শেয়ার করা মাত্র ভালবাসা উপচে পড়েছে কমেন্ট বক্সে।

k9ne932o katrina kaif vicky kaushal mumbai
দিন দুয়েক আগেই ‘চৌঙ্কা চারধানা’ রীতির ছবি শেয়ার করেছিলেন ক‍্যাটরিনা। আসলে পঞ্জাবি বিয়ের রীতি অনুসারে স্ত্রীকে প্রথম বার স্বামীর জন‍্য নিজে হাতে রাঁধতে হয়। বিয়ের আগে থেকে সব রীতিই খুব নিষ্ঠা ভরে মেনেছেন ক‍্যাটরিনা। বাদ যায়নি বিয়ের পরের এই রীতিও। তাই হানিমুন থেকে ফিরেই সোজা হেঁসেলে গিয়ে ঢুকেছিলেন অভিনেত্রী। নিজে হাতে বানিয়েছেন সুজির হালুয়া।

ছোট্ট কাঁচের বাটিতে হালুয়া নিয়ে ছবি তুলে শেয়ারও করেছেন ক‍্যাটরিনা। সঙ্গে জানিয়ে দিয়েছেন, ‘আমি বানিয়েছি।’ ক‍্যাটরিনার এই ছবি পোস্ট করার মিনিট খানেক পরেই আরেকটি ছবি শেয়ার করেছেন ভিকি। হালুয়ার বাটির ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সবথেকে সুস্বাদু হালুয়া’। সঙ্গে একগুচ্ছ চুম্বনের ইমোজি। ভিক‍্যাটের মিষ্টি প্রেমালাপ মুহূর্তে ভাইরাল নেটপাড়ায়।

https://www.instagram.com/p/CXoZyEOvFGJ/?utm_medium=copy_link

গত ৯ ডিসেম্বর বিয়ে সেরে রাজস্থান থেকেই হানিমুন করতে চলে গিয়েছিলেন ভিকি ক‍্যাটরিনা। বুধবার মুম্বইতে ফেরেন তাঁরা। নববিবাহিত দম্পতি হিসাবে প্রথম বারের মতো সর্বসমক্ষে আসেন। মুম্বই বিমানবন্দরে ভিক‍্যাটকে দেখেই ছেঁকে ধরে পাপারাৎজি।

রঙমিলান্তি পোশাকে লেন্সবন্দি হন জুটি। হালকা গোলাপি রঙের সালোয়ার কুর্তা পরেছিলেন ক‍্যাটরিনা। পাশে ক্রিম রঙা শার্ট ও প‍্যান্টে ভিকি। ক‍্যাটের সিঁথিতে জ্বলজ্বল করছিল সিঁদুর, হাতে লাল চূড়া। স্ত্রীর হাত নিজের হাতে শক্ত করে ধরে রেখেছিলেন ভিকি। হাসিমুখে ক‍্যামেরার দিকে তাকিয়ে নাড়েন দুজনে।

Niranjana Nag

সম্পর্কিত খবর