বাংলাহান্ট ডেস্ক: ছোট্ট কেশবই (keshav) এখন ধ্যানজ্ঞান হয়ে উঠেছে মধুবনী গোস্বামীর (madhubani goswami)। সন্তানসম্ভবা হওয়ার সময় থেকেই ক্যামেরার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন অভিনেত্রী। করোনা কালে জন্ম কেশবের। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয়েছিল রাজা মধুবনীকে। গত এপ্রিলে তাঁদের সংসারে আসে প্রথম সন্তান। ছেলের দেখভাল, সমস্ত কাজ নিজে হাতেই করছেন মধুবনী।
এখনো এক বছরও বয়স হয়নি ছোট্ট কেশবের। তাই সর্বক্ষণ বাড়িতেই থাকেন মধুবনী। রাজাকে অবশ্য শুটিংয়ের জন্য বাইরে বেরোতেই হয়। ফাঁক পেলেই ছেলের সঙ্গে খেলায় মেতে ওঠেন রাজা। শুটিংয়ে যাওয়ার আগে এবং শুটিং থেকে ফিরেই কেশবের উপরে ঝাঁপান তিনি। আর ছেলেও চুপটি করে বাবার আদরের অত্যাচার সহ্য করে।
সবে মাত্র আট মাস বয়স ছোট্ট কেশবের। আপাতত ছেলের দেখাশোনার জন্য বাড়িতেই রয়েছেন মধুবনী। সারাটা দিন কাটে ঘরের টুকটাক কাজ, কেশবের সঙ্গে খেলা আর নিজের ইউটিউব চ্যানেল নিয়ে। হ্যাঁ, রাজা মধুবনীর একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে কেশব হচ্ছে মুখ্য আকর্ষণ। ছেলের খেলা করার ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।
নিয়ম করে ভ্লগ শেয়ার করেন মধুবনী। বাড়িতে তাঁর রোজনামচাই ভিডিও আকারে দেখান অনুরাগীদের। মধুবনীর সমস্ত কাজেই জুড়ে থাকে কেশব। দিন শুরু হয় ছেলেকে নিয়ে, শেষও হয় কেশবের হাসি মুখ দিয়ে। মধুবনীর সাম্প্রতিক ভ্লগে ছেলেকে কোলে বসিয়ে গান শোনাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। হারমোনিয়ম বাজিয়ে ‘তোমারে যে করিয়াছি জীবনের ধ্রুবতারা’ গেয়ে শোনান মধুবনী। মায়ের কোলে চুপটি করে বসে গান শুনতে দেখা গিয়েছে কেশবকে।
ছোট থেকেই ছেলেকে নিয়ে নাচ, গান করছেন মধুবনী। এভাবেই ধীরে ধীরে খেলা, মজার মধ্যে দিয়ে সবটা শেখাচ্ছেন তিনি। সম্প্রতি বাদশা ও নিকিতা গান্ধীর ‘জুগনু’ গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল কেশব ও মধুবনীকে। ক্যামেরার দিকে অবাক হয়ে তাকিয়ে কেশব। ভাবটা এমন, ব্যাপারটা হচ্ছে কী? কমেন্ট বক্সে ভালবাসা উপচে পড়েছিল কেশবের জন্য। বিশেষ করে খুদের হেয়ার স্টাইলটা দারুন মনে ধরেছে নেটনাগরিকদের।