হাসিন জাহানের ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক, নেটিজেনরা বলল ‘এই কারণেই দুটো বিয়েই টেকেনি”

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের প্রথম সারির পেসার মহম্মদ শামি এবং তার স্ত্রী হাসিন জাহান তাদের বিবাহের পর থেকেই অনেক বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছেন। দুজনে এখন বিবাহবিচ্ছেদ না হওয়া সত্ত্বেও একে অপরের ছাড়াই থাকেন। হাসিন জাহান সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত তার ছবি এবং ভিডিও শেয়ার করে শিরোনামে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি তার একটি পোস্ট দেখে ক্ষুব্ধ নেটিজেনরা।

ইনস্টাগ্রামে হাসিন জাহান যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে তাকে নাচতে দেখা গেছে। এই ভিডিওর পটভূমিতে একটি গানও শোনা যাচ্ছে। কিন্তু যখন থেকে তিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তখন মানুষ ভিডিওটি নিয়ে নানান অশালীন মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ তার বয়স নিয়ে কথা শুনিয়েছেন। কেউ কেউ তার বিবাহিত জীবন নিয়ে মন্তব্য করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by hasin jahan (@hasinjahanofficial)

এরপর হাসিন জাহানকে নিয়েও নানান খবর আসতে থাকে। বলা হচ্ছে, ২০০২ সালে হাসিন এক দোকানদারের প্রেমে পড়েছিলেন, যার নাম ছিল শেখ সাইফুদ্দিন। হাসিন এবং সাইফুদ্দিনেরও নাকি সন্তান রয়েছে, যারা তাদের বাবার সাথে থাকে বলে দাবি অনেকের। ২০১৮ সালে, মহম্মদ শামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহানের দ্বারা করা লাঞ্ছনা, ধর্ষণ, খুনের চেষ্টা এবং পারিবারিক সহিংসতার মতো অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। শামি ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন হাসিন জাহান। শামির বিরুদ্ধে আইপিসির ধারা ৪৯৮ এ (যৌতুক সংক্রান্ত হয়রানি) এবং ধারা ৩৫৪ (যৌন হেনস্থা) এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছিল। একইসঙ্গে হাসিদ আহমেদের বিরুদ্ধেও ৩৫৪ (যৌন হেনস্থা) ধারায় মামলা করা হয়েছিল

শামিকে বিবাহের আগে হাসিন মডেল ছিলেন। এরপর তিনি হয়ে ওঠেন কলকাতা নাইট রাইডার্স দলের চিয়ার লিডার। এই সময় তাদের দুজনের দেখা হয় এবং দুজনেই একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। ১৭ ই জুলাই ২০১৫ সালে শামি হাসিনের কন্যার বাবাও হন। মহম্মদ শামির সঙ্গে বিবাদের জেরে দীর্ঘদিন ধরে মেয়ের সঙ্গে আলাদা থাকছেন হাসিন জাহান। এ নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

X