বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে সম্প্রতি সংসদীয় এলাকায় দুদিনের সফরে গিয়েছিলেন বিজেপি (bjp) সাংসদ বরুণ গান্ধী (varun gandhi)। দুদিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বলেন, বেসরকারীকরণের নামে কোটি কোটি মানুষকে বরবাদ করার পরিকল্পনা চলছে।
এর মধ্যে আবার সোমবার জেলার ব্যবসায়ীদের সঙ্গে সোমবার গান্ধী অডিটোরিয়ামে বৈঠক করেন বরুণ গান্ধী। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে মাঝে তাঁদের থেকে তাঁদের সমস্যার বিষয়ে জানতে চান এবং তা সমাধানের আশ্বাসও দেন তিনি।
তিনি বলেন, ‘বেসরকারিকরণ ও ই-কমার্সের মাধ্যমে যে সব ব্যবসা করা হচ্ছে, তা দেশের অর্থনীতির জন্য খুবই খারাপ। লাভের দৃষ্টি দিয়ে সবকিছু দেখা ঠিক নয়। চাকরি না দিয়ে বেসরকারিকরণের নামে সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছে। টাকা আদায় করা হচ্ছে বনসুরী উৎসবের নামে। হিন্দু-মুসলিম, উচ্চ-নিচ সকলকেই জাতপাতের বেড়াজাল ভেঙ্গে এগিয়ে আসতে হবে। দেশকে বাঁচাতে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে’।
তিনি আরও বলেন, ‘একদিকে যুবসমাজ কর্মসংস্থানের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, আর অন্যদিকে বেসরকারিকরণের নামে কোটি কোটি মানুষকে নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমার কাছে সবার আগে দেশ, তারপর রাজনীতি। দেশ এবং জাতির জন্য যে কোন কিছু করতে প্রস্তুত আমি’।
কিছুদিন আগেই শোনা গিয়েছিল, বিজেপির উপর ক্ষুব্ধ নেতারা যাদের কংগ্রেসে যাওয়ার জায়গা নেই, তাঁরা এবার তৃণমূলে গিয়ে আশ্রয় নিতে পারে। সেই মর্মেই বরুণ গান্ধীর নাম উঠে এসেছিল। বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে মা মেনকা গান্ধী এবং তাঁকে ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে। তারউপর আবার সম্প্রতি লখিমপুর হিংসার পর কৃষক হত্যার নিন্দা এবং গান্ধীজির জন্মদিনে নাথুরাম গডসের বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন তিনি।