বাংলাহান্ট ডেস্ক: পুরভোটের প্রচারের শেষ দিনে বড় চমক দিয়ে তৃণমূলের প্রচার মিছিলে অংশ নিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (parambrata chatterjee)। আর ভোটের ফলাফল বেরোনোর দিনই সবুজ পার্টির নেতাদের সতর্ক করলেন, বিরোধীদের উপর যেন কোনো আঁচ না আসে। জয়োল্লাসের নামে বিরোধীদের পার্টি অফিস দখল অবিলম্বে বন্ধ হওয়া দরকার, স্পষ্ট কথায় জানালেন পরমব্রত।
মঙ্গলবার কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশ হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। দ্বিতীয় স্থানে সিপিএম ও তৃতীয়তে বিজেপি। ফলপ্রকাশ হওয়ার পরেই সিপিএমের একাধিক পার্টি অফিসে ভাঙচুর চালানোর, জোরজবরদস্তি দখল করার করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে।
মঙ্গলবার রাতেই একটি টুইটে রাজ্যের শাসক দলকে পরমব্রত কড়া বার্তা দেন এসব অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তিনি লেখেন, ‘নির্বাচনে জয়ের পর বিরোধীদের পার্টি অফিসে ভাঙচুর বন্ধ হওয়া দরকার, এখুনি! যদি এমন একটা ঘটনাও ঘটে থাকে তাও! বাংলার বর্তমান পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হয়েই আমি একথা বলছি। আমি নেতাদের অনুরোধ করেছি যে কর্মীদের এসব বন্ধ করতে বলুন। এতে পরিস্থিতি আরো খারাপ হয়।’
Vandalising opposition party offices, after a resounding electoral victory, needs to stop, now! Even if it’s just one instance! And I’m saying this as a sympathiser of the current dispensation in Bengal. I urge leaders to stop cadres from such acts. It only blemishes the mandate.
— parambrata (@paramspeak) December 21, 2021
রাজনীতিতে বরাবর ‘বামমনস্ক’ হিসাবেই পরিচিত ছিলেন পরমব্রত। কিন্তু শুক্রবার তাঁকে তৃণমূলের প্রচার মিছিলে দেখে চমকেছিলেন অনেকেই। প্রশ্ন উঠেছিল টালিগঞ্জ পাড়া থেকে থেকে কি এবার পরমব্রত যোগ দিতে চলেছে সবুজ শিবিরে? সংবাদ মাধ্যমের তরফে অভিনেতার কাছে প্রশ্ন রাখা হলে জল্পনা উড়িয়ে স্পষ্ট জানান তিনি বিজেপি বিরোধী। তবে তিনি কোনোদিন কোনো রাজনৈতিক দলের প্রচারে থাকেননি আর থাকবেনও না। তবে বিজেপিকে ক্ষমতায় আসা থেকে রোখার জন্যই তৃণমূলের প্রচারে দেখা গিয়েছে তাঁকে।
পরমব্রতর সাফাই, তৃণমূলের প্রচারে তিনি গিয়েছিলেন ব্যক্তিগত কারণে। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে তাঁর চেনাজানা ইন্ডাস্ট্রি সূত্রে। উপরন্তু যে ওয়ার্ডে গিয়েছিলেন সেখানকার প্রার্থী অরূপ চক্রবর্তীকেও তিনি ব্যক্তিগত ভাবে চেনেন। এঁরা শিক্ষিত, মানুষের পাশে দাঁড়ান।
এমন মানুষের রাজনীতিতে দরকার রয়েছে বলে মনে করেন পরমব্রত। তবে তিনি এও জানান, তৃণমূলের প্রচারে গিয়েছিলেন মানেই যে তিনি দলে যোগ দেবেন বা প্রার্থী হবেন এমনটা একেবারেই নয়। বরং ভবিষ্যতে তৃণমূলের সমালোচনাও করতে দেখা যাবে তাঁকে। এই টুইটের মাধ্যমে সেটাই প্রমাণ করলেন পরমব্রত।